Category Archives: মানবাধিকার

প্রশ্নঃ বিক্রেতার অধিকার কি কি?

উত্তরঃ বিক্রেতার অধিকার হল, ত্রুটিপূর্ণ বা অচল মুদ্রা না দেয়া। দ্রব্য পাওয়ার পর নগদে ক্রয় হয়ে থাকলে সাথে সাথে বা বাকীতে ক্রয় করে থাকলে বির্ধারিত সময়ে মূল্য পরিশোধ করা। কোনরূপ টাল-বাহান বা গড়িমসি না করা। বাকীতে ক্রয় করলে মূল্য পরিশোধের … Continue reading

Posted in বিবিধ অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ বিক্রেতার অধিকার কি কি?

প্রশ্নঃ ক্রেতার অধিকার কি কি?

উত্তরঃ ক্রেতার অধিকার হচ্ছে, বিক্রেতা তাকে মাপ, ওজন, পরিমাণ ও সংখ্যায় ইনসাফ রক্ষা করা, প্রতারণা না করা, দ্রব্যের দোষ-ত্রুটি থাকলে ক্রেতাকে সে সম্পর্কে অবহিত করা, দ্রব্যের অতিরঞ্জিত বা অবান্তর প্রশংসা না করা, অঙ্গীকার রক্ষা করা, বাজার দরের চেয়ে অতিরিক্ত মূল্য … Continue reading

Posted in বিবিধ অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ক্রেতার অধিকার কি কি?

প্রশ্নঃ চাকর-নওকারদের অধিকার কি?

উত্তরঃ চাকর-নওকরদের অধিকার হল, নিজেরা যা খাবে চাকর-নওকারকে অনুরূপ খাওয়াবে। নিজেরা যা পরিধান করবে চাকর-নওকরকে সেরূপ পোশাক দিবে। তাদের দ্বারা সাধ্যাতীত কাজ নিবেনা। কোন কাজ তাদের কষ্ট সাধ্য হলে ঐ কাজে তাদের সহয়তা করবে। তাদের সাথে উত্তম ব্যবহার করবে। তারা … Continue reading

Posted in বিবিধ অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ চাকর-নওকারদের অধিকার কি?

প্রশ্নঃ দুঃস্থ মানুষের জন্য করণীয় কি?

উত্তরঃ দুঃস্থ মানুষের প্রতি দয়া প্রদর্শন করা। টাকা-পয়সা বা খাদ্য পোশাক দিয়ে তাদের সাহায্য করা। তারা কাজ করতে অক্ষম হলে তাদের কাজ করে দেয়া। কথা দ্বারা তাদেরকে সান্তনা দেয়া এবং তাদের সাথে ভাল কথা বলা। যথাসাধ্য তাদের আকাংখা ও আবদার … Continue reading

Posted in বিবিধ অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ দুঃস্থ মানুষের জন্য করণীয় কি?

প্রশ্নঃ অমুসলিমদের সাথে কি কি হক রক্ষা করে চলতে হবে?

উত্তরঃ অমুসলিমদের সাতে নি¤েœাক্ত হকগুলো খেয়াল করে চলতে হবে, অন্যায় ভাবে তাদের কারও জানে কষ্ট না দেয়া। কারও সম্পদের ক্ষতি না করা। অন্যায় ভাবে কাওকে মন্দ না বলা, গালি-গালাজ না করা। তাদের জীবন বিপন্ন হতে দেখলে তা থেকে রক্ষা করা। … Continue reading

Posted in বিবিধ অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ অমুসলিমদের সাথে কি কি হক রক্ষা করে চলতে হবে?

প্রশ্নঃ জীব জন্তুকে নাপাক খাওয়ানো যাবে কি না?

উত্তরঃ নাপাক খাদ্য-খাবার জীব জন্তুকে খাওয়ানো নিষেধ। (দেখুনঃ নাফউল মুফতী ওয়াস্সায়েল)

Posted in পশুপাখির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ জীব জন্তুকে নাপাক খাওয়ানো যাবে কি না?

প্রশ্নঃ জীব জন্তুকে প্রহার করা যাবে কি না?

উত্তরঃ নিষ্ঠুরভাবে জীব জন্তুকে প্রহার না করা। জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা নয় বরং আল্লাহর মাখলূক হিসেবে তাদের প্রতিও ভালবাসা থাকা চাই। (দেখুনঃ নাফউল মুফতী ওয়াস্সায়েল)

Posted in পশুপাখির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ জীব জন্তুকে প্রহার করা যাবে কি না?

প্রশ্নঃ গৃহপালিত পশুপাখিদের প্রতি কি আচরণ করবে?

উত্তরঃ গৃহপালিত পশু পাখীদের থাকা খাওয়ার সুবন্দোবস্ত করে রাখা কর্তব্য- পানাহার ও থাকায় কষ্ট দেয়া উচিত নয়। যে সব পশুর দ্বারা কাজ নেয়া হয়, তাদের শক্তির চেয়ে অতিরিক্ত কাজ তাদের দ্বারা নেয়া যাবে না। (দেখুনঃ নাফউল মুফতী ওয়াস্সায়েল)

Posted in পশুপাখির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ গৃহপালিত পশুপাখিদের প্রতি কি আচরণ করবে?

প্রশ্নঃ পশুপাখিকে আবদ্ধ করে রাখা বা বধ করা যাবে কি না?

উত্তরঃ যে সব পশুপাখী দ্বারা মানুষের কোন কাজ হয় না, তাদেরকে আবদ্ধ করে রেখে তাদের জন্মগত স্বাধীনতাকে নষ্ট করা বৈধ নয়। তেমনি যে সব পশুপাখী খাওয়ার উপযুক্ত নয়, তাদেরকে শুধু মনের আনন্দের জন্য বা হাতের নিশানা ঠিক করার জন্য বধ … Continue reading

Posted in পশুপাখির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পশুপাখিকে আবদ্ধ করে রাখা বা বধ করা যাবে কি না?

প্রশ্নঃ পশুপাখিকে অযথা কষ্ট দেয়া কেমন?

উত্তরঃ অযথা কোন পশুপাখীকে কষ্ট দেয়া অন্যায়। যেমনঃ বাসা থেকে শাবকদের ধরে নিয়ে এসে তাদের মা-বাপকে কষ্ট দেয়া। এটা নিষ্ঠুরতার শামিল। (দেখুনঃ নাফউল মুফতী ওয়াস্সায়েল)

Posted in পশুপাখির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পশুপাখিকে অযথা কষ্ট দেয়া কেমন?