Category Archives: স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা

প্রশ্নঃ স্বামী স্ত্রীকে কিছু শর্ত সাপেক্ষে নিজ নফসের উপর তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছে তাহলে শর্ত না পাওয়া গেলেও স্ত্রী নিজের উপর তালাক নিতে পারবে কি না?

উত্তরঃ প্রশ্নে বর্ণিত অবস্থায় শর্ত না পাওয়া গেলে স্ত্রী নিজ নফসের উপর তালাক নিতে পারবে না। শর্ত পাওয়া গেলেই কেবল নিজ নফসের উপর তালাক গ্রহণ করা সহীহ হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা | Comments Off on প্রশ্নঃ স্বামী স্ত্রীকে কিছু শর্ত সাপেক্ষে নিজ নফসের উপর তালাক গ্রহণের ক্ষমতা দিয়েছে তাহলে শর্ত না পাওয়া গেলেও স্ত্রী নিজের উপর তালাক নিতে পারবে কি না?

প্রশ্নঃ কাবীন নামার স্ত্রীকে লিখিতভাবে বায়িন তালাক গ্রহণের ক্ষমতা দেয়ার পর স্বামী তা অস্বীকার করলে স্ত্রীর ক্ষমতা রহিত হবে কি না?

উত্তরঃ বর্ণিত অবস্থায় যেহেতু স্বামী লিখিতভাবে স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা প্রদান করেছে তাই পরবর্তীতে তা আর প্রত্যাহার করার কোন ক্ষমতা রাখে না। যখনই স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে নিবে তাতে তালাক হয়ে যাবে। (দেখুনঃ ফাতাওয়ায়ে আলমগীরী)

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা | Comments Off on প্রশ্নঃ কাবীন নামার স্ত্রীকে লিখিতভাবে বায়িন তালাক গ্রহণের ক্ষমতা দেয়ার পর স্বামী তা অস্বীকার করলে স্ত্রীর ক্ষমতা রহিত হবে কি না?

প্রশ্নঃ স্বামী স্ত্রীকে বলল তুমি চাইলে নিজের উপর তালাক গ্রহণ কর, স্ত্রী বলল, আমি তালাক গ্রহণ করলাম; তাহলে কয় তালাক হবে?

উত্তরঃ প্রশ্নে বর্ণিত অবস্থায় স্ত্রী তালাক গ্রহণ করায় তার উপর তালাকে রাজয়ী পতিত হবে। পরবর্তীতে সে যদি তার স্ত্রীর সাথে ইদ্দতের মধ্যে স্ত্রী সূলভ কোন আচরণ করে তাহলেই পূর্বের ন্যায় তার স্ত্রী হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে স্বামী শুধু দুই তালাকের … Continue reading

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা | Comments Off on প্রশ্নঃ স্বামী স্ত্রীকে বলল তুমি চাইলে নিজের উপর তালাক গ্রহণ কর, স্ত্রী বলল, আমি তালাক গ্রহণ করলাম; তাহলে কয় তালাক হবে?

প্রশ্নঃ স্বামী স্ত্রীকে তালাক দেয়ার ক্ষমতা দিলে স্ত্রী কিভাবে নিজের নফসের উপর তালাক গ্রহণ করবে?

উত্তরঃ স্বামী স্ত্রীকে তালাক দেয়ার ক্ষমতা দিলে স্ত্রী বলবে আমি আমার স্বামীর দেয়া ক্ষমতা বলে নিজের নফসের উপর তালাক গ্রহণ করছি। এ ক্ষেত্রে স্ত্রী এভাবে বললে যে “আমি স্বামীকে তালাক দিলাম” তালাক হবে না। লিখিত ভাবে তালাক দিলেও উপরোক্ত নিয়মে … Continue reading

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা | Comments Off on প্রশ্নঃ স্বামী স্ত্রীকে তালাক দেয়ার ক্ষমতা দিলে স্ত্রী কিভাবে নিজের নফসের উপর তালাক গ্রহণ করবে?

প্রশ্নঃ স্ত্রী স্বামীকে তালাক দেয়ার ক্ষমতা রাখে কি না?

উত্তরঃ তালাক দেয়ার ক্ষমতা একমাত্র স্বামীর। স্ত্রীর নয়। তাই কোন স্ত্রী স্বামীকে তালাক প্রদান করতে পারবে না। করলে তা কার্যকর হবে না। তবে স্বামী যদি স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণের ক্ষমতা দিয়ে দেয় তাহলে স্ত্রী স্বামীর ক্ষমতা বলে বলিয়ান হয়ে … Continue reading

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা | Comments Off on প্রশ্নঃ স্ত্রী স্বামীকে তালাক দেয়ার ক্ষমতা রাখে কি না?