Category Archives: জমি বর্গা

প্রশ্নঃ অনেকে গর্ভমেন্টের আইনের বলে কারো জমি বর্গা নিয়ে নেয়। পরে বার বৎসর উত্তীর্ণ হলে বা রেকর্ড হয়ে গেলে পরে আর মালিককে ফিরিয়ে দিতে চায় না। তা বৈধ কি না?

উত্তরঃ কেউ গর্ভমেন্টের আইনের বলে জমি বর্গা নিয়ে বা জমায় নিয়ে বার বৎসর উত্তীর্ণ হয়ে গেলে বা রেকর্ড হয়ে গেলে পরে আর মালিককে ফেরত দিতে চায় না। নিশ্চিত জেনে রাখা দরকার, মালিকের বিনা খুশীতে ঐ জমি রাখা কিছুতেই জায়েয নয়। … Continue reading

Posted in অর্থনীতি, জমি বর্গা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ অনেকে গর্ভমেন্টের আইনের বলে কারো জমি বর্গা নিয়ে নেয়। পরে বার বৎসর উত্তীর্ণ হলে বা রেকর্ড হয়ে গেলে পরে আর মালিককে ফিরিয়ে দিতে চায় না। তা বৈধ কি না?

প্রশ্নঃ জমির মালিক বা বর্গাতি কেউ মারা গেলে জমি বর্গা থাকবে কি না?

উত্তরঃ জমির মালিক বা বর্গাতি কেউ মারা গেলে বর্গাচাষ চুক্তি বাতিল হয়ে যাবে। (দেখুনঃ হেদায়া)

Posted in অর্থনীতি, জমি বর্গা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ জমির মালিক বা বর্গাতি কেউ মারা গেলে জমি বর্গা থাকবে কি না?

প্রশ্নঃ শরীআত নির্ধারিত শর্তগুলো পালন নাকরে যদি কেউ জমি বর্গা দেয় এবং ফসল করে ফেলে তাহলে কি করবে?

উত্তরঃ শরীআত নির্ধারিত শর্তগুলো পালন না করে যদি কেউ জমি বর্গা দেয় তবে তা নাজায়েয হবে, এমতাবস্থায় সমস্ত ফসল বীজওয়ালা পাবে, অপর পক্ষ যদি জমিওয়ালা হয় তাহলে সে দেশাচার অনুসারে জমির ভাড়া পাবে এবং যদি বর্গাতি হয় তাহলে দেশাচার অনুসারে … Continue reading

Posted in অর্থনীতি, জমি বর্গা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ শরীআত নির্ধারিত শর্তগুলো পালন নাকরে যদি কেউ জমি বর্গা দেয় এবং ফসল করে ফেলে তাহলে কি করবে?

প্রশ্নঃ জমি বর্গা যায়েজ হওয়ার শর্তগুলো কি কি?

উত্তরঃ জমি বর্গা যায়েজ হওয়ার শর্তগুলো নি¤œরুপ। ১. কতদিন যাবৎ বর্গা করবে তা পরিস্কার বলে দেওয়া চাই। ২. বীজ কে দিবে তা পরিস্কার হওয়া চাই। ৩. কোন ফসল করবে তা পরিস্কার বলে দেওয়া চাই। ৪. অংশ হিসেবে ভাগ করা চাই … Continue reading

Posted in অর্থনীতি, জমি বর্গা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ জমি বর্গা যায়েজ হওয়ার শর্তগুলো কি কি?

প্রশ্নঃ জমি বর্গা দেয়া যায়েজ আছে কি না?

উত্তরঃ কিছু শর্ত সাপেক্ষে জমি বর্গা দেয়া জায়েয আছে। (দেখুনঃ হেদায়া)

Posted in অর্থনীতি, জমি বর্গা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ জমি বর্গা দেয়া যায়েজ আছে কি না?