Category Archives: আত্তিয়ের অধিকার

প্রশ্নঃ আত্মীয়দের মাঝে কারো ভরণ-পোষণে কষ্ট হলে কি করবে?

উত্তরঃ আত্মীয়দের মধ্যে কারও ভরণ-পোষনের কষ্ট থাকলে সঙ্গতি অনুসারে তাদের আর্থিক ও বৈষয়িক সাহয্য করা প্রত্যেকের কর্তব্য। (দেখুনঃ বেহেশতী জেওর)

Posted in আত্তিয়ের অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ আত্মীয়দের মাঝে কারো ভরণ-পোষণে কষ্ট হলে কি করবে?

প্রশ্নঃ কোন আত্মীয় কষ্ট দিলে তার সাথে সম্পর্ক ছেদ করা যাবে কি না?

উত্তরঃ কোন আত্মীয় কষ্ট দিলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যবে না। তারা কষ্ট দিলেও দৈর্য ধারন করা উত্তম। যথাসম্ভব সম্পর্ক বজায় রাখবে। (দেখুনঃ বেহেশতী জেওর)

Posted in আত্তিয়ের অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ কোন আত্মীয় কষ্ট দিলে তার সাথে সম্পর্ক ছেদ করা যাবে কি না?

প্রশ্নঃ তাদের সাথে দেখা করার বিধান কি?

উত্তরঃ মাঝে মধ্যে তাদের সাথে দেখা করবে। (দেখুনঃ বেহেশতী জেওর)

Posted in আত্তিয়ের অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ তাদের সাথে দেখা করার বিধান কি?

প্রশ্নঃ নিজের জন্মসূত্রে যারা আত্মীয় তাদের সাথে কি হক আদায় করবে?

উত্তরঃ নিজের জন্মসূত্রে যারা আত্মীয় যেমনঃ চাচা, ফুফু, ভাতিজা-ভতিজী, ভাগিনা-ভাগ্নি, মামা-খালা তাদের সকলের প্রতিই ভাল ব্যবহার করা চাই। তাদেরকে ভালবাসবে। তাদের খানা-পিনার অসুবিধা থাকলে সংগতি অনুযায়ী তাদের সাহায্য করা উচিত। তাদের খোঁজ-খবর নেয়াও জরুরী। (দেখুনঃ বেহেশতী জেওর)

Posted in আত্তিয়ের অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ নিজের জন্মসূত্রে যারা আত্মীয় তাদের সাথে কি হক আদায় করবে?