Category Archives: যে কারণে রোজা ভাঙ্গা যায়

মুসাফিরের জন্য রোযা রাখার হুকুম কি?

যদি কেউ শরীআত সম্মত সফরে থাকে তাহলে তার জন্য রোযা না রাখার অনুমতি আছে । তবে অস্বাভাবিক কষ্ট না হলে রোযা রাখাই উত্তম। আর অস্বাভাবিক কষ্ট হলে রোযা রাখা মাকরূহ। এমতাবস্থায় রোযা না রেখে পরে তা কাযা করে নিবে। (দেখুনঃ … Continue reading

Posted in যে কারণে রোজা ভাঙ্গা যায়, রোজা | Comments Off on মুসাফিরের জন্য রোযা রাখার হুকুম কি?

সফর অবস্থায় রোযা রাখার পর তা কষ্টের কারণে তা ভাংতে পারবে কি না?

সফর অবস্থায় নিয়ত করে রোযা রাখা শুরু করলে তা আর ভাঙ্গা জায়েয হবে না। কেউ ভেঙ্গে ফেললে গুনাহগার হবে। তবে তাকে কাফফারা দিতে হবে না। শুধু কাযাই যথেষ্ট। (দেখুনঃ রদ্দুর মাহতার)

Posted in যে কারণে রোজা ভাঙ্গা যায়, রোজা | Comments Off on সফর অবস্থায় রোযা রাখার পর তা কষ্টের কারণে তা ভাংতে পারবে কি না?

অসুস্থ ব্যক্তির জন্য রোযা রাখার হুকুম কি?

রোযার কারণে যে রোগ বুদ্ধি পায় বা সুস্থ হতে অনেক বিলম্ব হওয়ার প্রবল আশংকা থাকে, সে রোগে রোযা ভাঙ্গা জায়েয হবে। তবে অবশ্যই এক্ষেত্রে কোন দ্বীনদার ডাক্তারের পরামর্শ থাকা শর্ত, কিংবা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে হতে হবে, শুধু নিজের … Continue reading

Posted in যে কারণে রোজা ভাঙ্গা যায়, রোজা | Comments Off on অসুস্থ ব্যক্তির জন্য রোযা রাখার হুকুম কি?

গর্ভবতী মহিলার জন্য রোযা রাখার হুকুম কি?

গর্ভবতী মহিলা রোযা রাখার কারণে তার নিজের বা সন্তানের প্রাণহানীর বা মারাতœক স্বাস্থ্যহানীর প্রবল আশংকা হলে, তার জন্য রোযা না রাখা বা রেখে ভাঙ্গা জায়েয, তবে উভয় অবস্থায় পরে কাযা করে নিতে হবে। (দেখুনঃ আদ্দুররুল মুখতার)

Posted in যে কারণে রোজা ভাঙ্গা যায়, রোজা | Comments Off on গর্ভবতী মহিলার জন্য রোযা রাখার হুকুম কি?

দুগ্ধদানকারিনী মহিলার রোযা রাখার হুকুম কি?

রোযার কারণে কোন মহিলার দুধ শুকিয়ে যাবে, আর সন্তানের সমূহ কষ্ট হবে-এরূপ নিশ্চিত হলে তার জন্য তখন রোযা ছাড়া জয়েয, পরে তা কাযা করে নিতে হবে। (দেখুনঃ জামে তিরমিযী)

Posted in যে কারণে রোজা ভাঙ্গা যায়, রোজা | Comments Off on দুগ্ধদানকারিনী মহিলার রোযা রাখার হুকুম কি?