Category Archives: মেহেদি

প্রশ্নঃ পুরুষরা বিয়ের সময় হাতে মেহেদী লাগাতে পারবে কি না?

উত্তরঃ পুরুষরা বিয়ের সময়ও মেহেদী লাগতে পারবে না। সাজ-সজ্জার উদ্যেশ্যে তারা কখনও হাতে-পায়ে মেহেদী লাগাতে পারবে না। (দেখুনঃ যাওয়াহিরুল ফিকহ)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মেহেদি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পুরুষরা বিয়ের সময় হাতে মেহেদী লাগাতে পারবে কি না?

প্রশ্নঃ পুরুষরা দাড়ী ও চুলে মেহেদী দিয়ে খেজাব লাগাতে পারবে কি না?

উত্তরঃ পুরুষের জন্য দাড়ি ও চুলে মেহেদী দিয়ে লাল রং করা সুন্নাত। (দেখুনঃ যাওয়াহিরুল ফিকহ)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মেহেদি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পুরুষরা দাড়ী ও চুলে মেহেদী দিয়ে খেজাব লাগাতে পারবে কি না?

প্রশ্নঃ পুরুষরা মেহেদী লাগাতে পারবে কি না?

উত্তরঃ পুরুষরা হাতে ও পায়ে মেহেদী লাগানো নাজায়েয। তবে চিকিৎসা হিসেবে লাগানো জায়েয আছে। (দেখুনঃ ফতহুল কাদীর)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মেহেদি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পুরুষরা মেহেদী লাগাতে পারবে কি না?

প্রশ্নঃ অনেকে বলে ঃ পায়ে মেহেদী দেয়া যায় না, তা ঠিক কি না?

উত্তরঃ কেউ কেউ পায়ে মেহেদী লাগানোকে খারাপ মনে করেন এই যুক্তিতে যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদী লাগাতেন, অতএব তা পায়ে লাগানো বে-আদবী- এযুক্তি ঠিক নয়। নবী কারীম  সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে তেল লাগাতেন, তাই বলে কি পায়ে … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মেহেদি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ অনেকে বলে ঃ পায়ে মেহেদী দেয়া যায় না, তা ঠিক কি না?

প্রশ্নঃ নারীদের জন্য মেহেদী লাগানোর হুকুম কি?

উত্তরঃ নারীদের জন্য হাতে ও পায়ে মেহেদী লাগানো মুস্তাহাব। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, মেহেদি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ নারীদের জন্য মেহেদী লাগানোর হুকুম কি?