Category Archives: স্বামীর অধিকার

প্রশ্নঃ স্বামীর যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে স্ত্রীর করণীয় কি?

উত্তরঃ স্বামী যৌন চাহিদা পূরণ করার জন্য আহবান করলে স্ত্রীর পক্ষে তাতে সাড়া দেয়া কর্তব্য, ফরয। অবশ্য শরীআত সম্মত ওজর থাকলে ভিন্ন কথা; যেমন- হায়েয নেফাসের অবস্থা থাকলে। (দেখুনঃ তোহফায়ে যাওযাইন)

Posted in মানবাধিকার, সামাজিক, স্বামীর অধিকার | Comments Off on প্রশ্নঃ স্বামীর যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে স্ত্রীর করণীয় কি?

প্রশ্নঃ স্বামীর সম্পদের হিফাজত করা স্ত্রীর দায়িত্ব কি না এবং তা কিভাবে করবে?

উত্তরঃ স্বামীর টাকা-পয়সা ও মাল-সামান হেফাজত এবং সংরক্ষণ করা স্ত্রীর দায়িত্ব। স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর টাকা-পয়সা ও মাল-সামান থেকে কাউকে (মা-বাকা, ভাই-বোন হলেও) কোন কিছু দিবে না। এমনকি স্বামীর অনুমতি ব্যতীত তার টাকা-পয়সা থেকে ঘরের আসবাব পত্রও ক্রয় করতে … Continue reading

Posted in মানবাধিকার, সামাজিক, স্বামীর অধিকার | Comments Off on প্রশ্নঃ স্বামীর সম্পদের হিফাজত করা স্ত্রীর দায়িত্ব কি না এবং তা কিভাবে করবে?

প্রশ্নঃ স্বামীর কিছু চাওয়ার ক্ষেত্রে স্ত্রীর কর্তব্য কি?

উত্তরঃ স্বামীর নিকট তার সাধ্যের বাইরে কোন খাদ্য-খাবার বা পোশাক পরিচ্ছেদের আবদার করবে না বরং স্বামীর সাধ্য থাকলেও নিজের থেকে কোন কিছুর ফরমায়েশ না করাই উত্তম। স্বামী নিজের থেকেই তার খাহেশ জিজ্ঞেস করে সে মোতাবেক ব্যবস্থা করবে- এটাই সুন্দর পন্থা। … Continue reading

Posted in মানবাধিকার, সামাজিক, স্বামীর অধিকার | Comments Off on প্রশ্নঃ স্বামীর কিছু চাওয়ার ক্ষেত্রে স্ত্রীর কর্তব্য কি?

প্রশ্নঃ স্বামীর মধ্যে শরীয়াতের খেলাফ কিছু দেখলে স্ত্রী কি করবে?

উত্তরঃ স্বামীর মধ্যে শরীআতের খেলাফ কিছু দেখলে আদবের সাথে তাকে সংশোধনের চেষ্টা করা এবং স্বামীকে দ্বীনদার বানানোর চেষ্টা চালানো স্ত্রীর কর্তব্য। এর জন্য প্রথমে স্ত্রীকে শরীআতের অনুগত ও দ্বীনদার হতে হবে। তাহলে তার প্রচেষ্টা বেশী সফল হবে। (দেখুনঃ তোহফায়ে যাওয়াইন)

Posted in মানবাধিকার, সামাজিক, স্বামীর অধিকার | Comments Off on প্রশ্নঃ স্বামীর মধ্যে শরীয়াতের খেলাফ কিছু দেখলে স্ত্রী কি করবে?

প্রশ্নঃ স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি কি?

উত্তরঃ যথাযথভাবে স্বামীর প্রতি অনুগত থাকা, আদব বজায় রাখা। স্বামীর সামথ্যের অতিরিক্ত কোন বিষয়ে তার প্রতি চাপ সৃষ্টি না করা। অনুমতি ছাড়া স্বামীর সম্পদ ব্যয় না করা। স্বামীর আত্মীয় ও আপনজনদের সাথে এমন ব্যবহার না করা, যাতে তার মনে কষ্ট … Continue reading

Posted in মানবাধিকার, সামাজিক, স্বামীর অধিকার | Comments Off on প্রশ্নঃ স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি কি?