Category Archives: তাওবা ও তার নিয়ম

প্রশ্নঃ তাওবা- এস্তেগফার অর্থ কি?

উত্তরঃ তাওবা অর্থ গুনাহ থেকে আনুগত্যের দিকে এবং গাফলত থেকে আল্লাহর স্মরণের দিকে ফিরে আসা। আর এস্তেগফার অর্থ ক্ষমা চাওয়া। (দেখুনঃ বেহেশতী যেওর, আহকামে যিন্দেগী)

Posted in তাওবা ও তার নিয়ম | Comments Off on প্রশ্নঃ তাওবা- এস্তেগফার অর্থ কি?

প্রশ্নঃ তাওবা-এস্তেগফার এর তাৎপর্য কি?

উত্তরঃ তাওবা একটি অনিবার্য ইবাদত। তাওবার বরকতে সকল গুনাহ মাফ হয়ে যায়। যে কোন মানুষ যখন নিজের জীবন সম্পর্কে চিন্তা করবে সে লক্ষ্য করবে সব সময়ই কোন না কোন পাপ সে করছে। তাই তাওবা করা সর্বদাই জরুরী। তাওবা করার পদ্ধতি … Continue reading

Posted in তাওবা ও তার নিয়ম | Comments Off on প্রশ্নঃ তাওবা-এস্তেগফার এর তাৎপর্য কি?

প্রশ্নঃ প্রত্যেক বান্দার জন্য তাওবা-এস্তেগফার করার হুকুম কি?

উত্তরঃ প্রত্যেক বান্দার উপর তার পাপ থেকে তওবা-এস্তেগফার করা ওয়াজিব। (দেখুনঃ আহকামে যিন্দেগী)

Posted in তাওবা ও তার নিয়ম | Comments Off on প্রশ্নঃ প্রত্যেক বান্দার জন্য তাওবা-এস্তেগফার করার হুকুম কি?

প্রশ্নঃ তাওবার জন্য মোট কয়টি কাজ করতে হবে?

উত্তরঃ তওবার জন্য মোট পাঁচটি কাজ করতে হবে ঃ এক. খাঁটি অন্তরে তওবা করতে হবে। অর্থাৎ- শুধুমাত্র আল্লাহর আযাবের ভয় ও তাঁর নির্দেশের মহত্বকে সামনে রেখে তওবা করতে হবে। দুই. অতীত পাপের প্রতি অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। তিন. উক্ত … Continue reading

Posted in তাওবা ও তার নিয়ম | Comments Off on প্রশ্নঃ তাওবার জন্য মোট কয়টি কাজ করতে হবে?

প্রশ্নঃ শুধু মুখে তওবার বাক্য আওড়ানোর দ্বারা কি তওবা পূর্ণ হবে?

উত্তরঃ উপরোল্লিখিত পাঁচটি বিষয় পূর্ণ করা ব্যতীত শুধু গতানুগতিক ভাবে মুখে তওবা/এস্তেগফারের বাক্য আওড়ালেই তওবা হয়ে যায় না। যদিও শুধু তওবার বাক্য মুখে আওড়ানোটাও একেবারে  ফায়দা থেকে খালি না। (দেখুনঃ আহকামে যিন্দেগী)

Posted in তাওবা ও তার নিয়ম | Comments Off on প্রশ্নঃ শুধু মুখে তওবার বাক্য আওড়ানোর দ্বারা কি তওবা পূর্ণ হবে?