Category Archives: ইঙ্গিতসূচক শব্দে তালাক

প্রশ্নঃ কেউ নিজ স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, “তুমি আমার স্ত্রী নও” বা “এখন তোমাকে স্ত্রী মনে করি না” তাতে কয় তালাক হবে?

উত্তরঃ স্বামী যদি এ বাক্যদ্বয়ের কোন একটি তালাকের নিয়তে বলে থাকে, তাহলে ঐ ব্যক্তির স্ত্রীর উপর এক তালাকে বায়িন পড়ে তাদের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যাবে। এবং ইদ্দতের র্ভিতরে বা বাহিরে বিবাহের সকল শর্তসহ পুনরায় বিবাহ পড়িয়ে নিলে তারা আবার … Continue reading

Posted in ইঙ্গিতসূচক শব্দে তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কেউ নিজ স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, “তুমি আমার স্ত্রী নও” বা “এখন তোমাকে স্ত্রী মনে করি না” তাতে কয় তালাক হবে?

প্রশ্নঃ কেউ নিজ স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, “তুমি আমার জন্য হারাম” তাতে কয় তালাক হবে?

উত্তরঃ বর্ণিত সুরতে ঐ ব্যক্তির স্ত্রীর উপর এক তালাকে বায়িন পড়ে তাদের বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যাবে। এবং ইদ্দতের র্ভিতরে বা বাহিরে বিবাহের সকল শর্তসহ পুনরায় বিবাহ পড়িয়ে নিলে তারা আবার পূর্বের ন্যায় ঘর সংসার করতে পারবে। (দেখুনঃ ফাতাওয়ায়ে আলমগীরী)

Posted in ইঙ্গিতসূচক শব্দে তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কেউ নিজ স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, “তুমি আমার জন্য হারাম” তাতে কয় তালাক হবে?

প্রশ্নঃ নিজ স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, “আজ থেকে স্বামী স্ত্রীর সম্পর্কোচ্ছিন্ন করেছি” তাতে কয় তালাক হবে?

উত্তরঃ স্বামী তালাকের নিয়তে স্ত্রীর উদ্দেশ্যে এমন বাক্য উচ্চারণ করে থাকলে স্ত্রীর উপর তালাকে বায়েন পতিত হবে। তিন তালাকের কম নিয়ত করলে ইদ্দত-এর মাঝে বা ইদ্দতের পরে বিবাহ করে নিলেই চলবে। (দেখুনঃ ফাতাওয়ায়ে আলমগীরী)

Posted in ইঙ্গিতসূচক শব্দে তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ নিজ স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, “আজ থেকে স্বামী স্ত্রীর সম্পর্কোচ্ছিন্ন করেছি” তাতে কয় তালাক হবে?

প্রশ্নঃ অস্পষ্ট ইশারাপূর্ণ শব্দদ্বারা তালাক দিলে কোন তালাক হবে ও তার হুকুম কি হবে?

উত্তরঃ অস্পষ্ট ইশারাপূর্ণ শব্দ বলার সময় যদি তালাক দেয়ার নিয়ত থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই তালাক হয়ে যাবে  এবং বাইন তালাক হবে। এখন নতুন করে বিয়ে করা ছাড়া আর রাখতে পারবে না। আর যদি এসব কথা বলার সময় তালাকের নিয়ত না … Continue reading

Posted in ইঙ্গিতসূচক শব্দে তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ অস্পষ্ট ইশারাপূর্ণ শব্দদ্বারা তালাক দিলে কোন তালাক হবে ও তার হুকুম কি হবে?

প্রশ্নঃ তালাক দেয়ার অস্পষ্ট ইশারাপূর্ণ শব্দগুলো কি কি?

উত্তরঃ পরিস্কার ভাষায় তালাক দিলে মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই তালাক হয়ে যায়। এক্ষেত্রে নিয়তের কোন প্রয়োজন নেই । হাসি-তামাশা করে তালাক দিলেও তালাক হয়ে যাবে। (দেখুনঃ ফাতাওয়ায়ে আলমগীরী)

Posted in ইঙ্গিতসূচক শব্দে তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ তালাক দেয়ার অস্পষ্ট ইশারাপূর্ণ শব্দগুলো কি কি?