Category Archives: মেসওয়াক

মেসওয়াক কেমন হওয়া উত্তম ?

মেসওয়াক- এর ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো উত্তম। পীলু বা যয়তুন গাছের কাচাঁ ডালের হওয়া, হাতের কনিষ্ঠ আঙ্গুলের মত মোটা হওয়া, প্রথমে এক বিধত পরিমান হওয়া, নরম হওয়া, কম গিরা সম্পূর্ণ হওয়া। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in মেসওয়াক | Comments Off on মেসওয়াক কেমন হওয়া উত্তম ?

দাঁতের কোন দিক থেকে মেসওয়াক করা শুরু করবে ?

প্রথমে উপরের দাঁতের ডান দিক অুঃপর বাম দিক, তারপর নীচের দাঁতের ডান দিকে অুঃপর বাম দিকে, তার পর দাঁতের ভিতরের দিকে অনুরূপ ভাবে ঘষতে হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in মেসওয়াক | Comments Off on দাঁতের কোন দিক থেকে মেসওয়াক করা শুরু করবে ?

মেসওয়াক দাঁতের উপর কিভাবে ঘষবে ?

মেসওয়াক দাঁতের উপর চওড়াভাবে ঘষা নিয়ম। ইমাম গায্যালী (রহঃ) উপর-নীচ-ভাবে ঘষার কথাও বলেছেন। (দেখুনঃ মাফাতিহুল যিনান)

Posted in মেসওয়াক | Comments Off on মেসওয়াক দাঁতের উপর কিভাবে ঘষবে ?

ব্রাশ মেসওয়াকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে কি না ?

মেসওয়াক না থাকলে মেসওয়াকের বিকল্প হিসেবে ব্রাশ ব্রবহার করা যায়। এতে মেসওয়াকের ডাল বিষয়ক সুন্নাত আদায় না হলেও মাজা ও পরিস্কার করার সুন্নাত আদায় হয়ে যাবে। (দেখুনঃ দরসে তিরমিযী)

Posted in মেসওয়াক | Comments Off on ব্রাশ মেসওয়াকের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে কি না ?

মেসওয়াক করার সময় কী দোয়া পড়বে ?

মেসওায়াক শুরু করার সময় বিসমিল্লাহ বলে এই দোয়া পড়বে। بِسْمِ اللهِ اَللّهُمَّ اجْعَلْ سِوَاكِيْ هذَا مَحِيْصًا لِّذُنُوْبِيْ وَمَرْضَاةً لَّكَ وَبَيِّضْ بِه وَجْهِيْ كَمَا بَيّضْتَ أَسْنَانِيْ. অর্থ- হে আল্লাহ, এই মেসওয়াক করাকে আমার পাপ মোচনকারী ও তোমর রেজামন্দীর ওসীলা বানাও, আর … Continue reading

Posted in মেসওয়াক | Comments Off on মেসওয়াক করার সময় কী দোয়া পড়বে ?