Category Archives: মাসিক স্রাব

মাসিক স্রাব

প্রশ্নঃ মহিলারা হায়েয (মাসিক ¯্রাব) অবস্থায় পবিত্র কুরআন শরীফ শুনতে পারবে কি না? উত্তরঃ হ্যাঁ, মহিলারা হায়েয (মাসিক ¯্রাব) অবস্থায় পরিবত্র কুরআন শরীফ শুনতে পারবে। অবশ্য এ অবস্থায় পবিত্র কুরআন শরীফ স্পর্শ ও পড়তে পারবে না। [তথ্যসূত্র– ফাতওয়ায়ে শামী] প্রশ্নঃ … Continue reading

Posted in মাসিক স্রাব | Comments Off on মাসিক স্রাব

হায়েয বা মাসিক স্রাব কাকে বলে? এ সময় নির্গত রক্ত পাক না নাপাক ?

প্রতি মাসে বালেগা মেয়েদের যৌনাঙ্গ দিয়ে স্বাভাবিকভাবে যে রক্তস্রাব হয়, তাকে হায়েয বলে। কুরআন ও হাদসে এই রক্তকে নাপাক বলা হয়েছে। দেখুনঃ হাশিয়াতুত তাহতাবী।

Posted in মাসিক স্রাব | Comments Off on হায়েয বা মাসিক স্রাব কাকে বলে? এ সময় নির্গত রক্ত পাক না নাপাক ?

হায়েয বা মাসিকস্রাব এর সময়সীমা কী ?

মাসিক স্রাবের সময়সীমা কমপক্ষে ৩ দিন ৩ রাত এবং সর্বোচ্চ সময়সীমা ১০ দিন ১০ রাত। মাসিকের দিনগুলোতে সর্বক্ষণ রক্ত আসা জরুরী নয় বরং নিয়মমত রক্ত আসার পর অভ্যাসের দিনগুলোতে বা ১০ দিন ১০ রাতের ভিতরে মাঝে মধ্যে দুই চার ঘন্টা … Continue reading

Posted in মাসিক স্রাব | Comments Off on হায়েয বা মাসিকস্রাব এর সময়সীমা কী ?

মাসিক স্রাব চলাকালীন মহিলাদের কি কি কাজ নিষিদ্ধ ?

এ সময় নিষিদ্ধ কার্যাদি হল, কুরআনে কারীম তিলাওয়াত করা, নামায পড়া, রোজা রাখা, সহবাস করা, মসজিদে গমন, তাওয়াফ করা। সূত্র– হেদায়া।

Posted in মাসিক স্রাব | Comments Off on মাসিক স্রাব চলাকালীন মহিলাদের কি কি কাজ নিষিদ্ধ ?

মহিলারা হায়েয/মাসিক স্রাব অবস্থায় তাসবীহ-তাহলীল, জিকির-আযকার, দোয়া-দরুদ ইত্যাদি পড়তে পারবে কি না ?

মাসিক চলাকলীন সময় জিকির-আযকার করা, দরুদ শরীফ পড়া, ওযীফা পড়া, বিভিন্ন দোয়া পড়া যায়। এমনকি এসময় কুরআনে কারীমের দোয়ার আয়াতগুলোও দোয়া হিসেবে পড়া যাবে। কুরআনের তিলাওয়াত হিসেবে পড়া যাবে না। সূত্র– ফাতওয়ায়ে আলমগীরী, ফাতওয়ায়ে রাহীমীয়া।

Posted in মাসিক স্রাব | Comments Off on মহিলারা হায়েয/মাসিক স্রাব অবস্থায় তাসবীহ-তাহলীল, জিকির-আযকার, দোয়া-দরুদ ইত্যাদি পড়তে পারবে কি না ?

ঔষধ খেয়ে হায়েয বন্ধ করতঃ রোযা রাখা ও সহবাস করা যাবে কি না ?

ট্যাবলেট খেয়ে মাসিক বন্ধ করে রোযা রাখলে রোযা হয়ে যাবে। ট্যাবলেট দ্বারা হায়েয বন্ধ হলে স্বামীর সাথে মেলামেশাও করতে পারে। তবে মেয়েদের স্বাভাবিক অবস্থায় বিরুদ্ধে এ নিয়মে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ট্যাবলেট না খাওয়াই উত্তম। বরং, স্রাব চালু … Continue reading

Posted in মাসিক স্রাব | Comments Off on ঔষধ খেয়ে হায়েয বন্ধ করতঃ রোযা রাখা ও সহবাস করা যাবে কি না ?