Category Archives: তালাক

প্রশ্নঃ মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে স্ত্রীকে তালাকের কল্পনা করলে তালাক হবে কি না?

উত্তরঃ মনে মনে তালাকের কথা কল্পনা করলে তালাক হয়না সুতরাং যে কোন ব্যক্তি এমন কল্পনা করবে তার স্ত্রীর উপর তালাক হবে না। তবে এ ধরনের কু-চিন্তা পরিহার করা বাঞ্চনীয়। তবে অবশ্যই মনে রাখতে হবে, মুখে উচ্চারণ করলেই তালাক হয়ে যাবে। … Continue reading

Posted in তালাক, বিবিধ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে স্ত্রীকে তালাকের কল্পনা করলে তালাক হবে কি না?

প্রশ্নঃ স্বামী-স্ত্রীর উভয়ে একত্রে মুসলমান হলে নতুন বিবাহ লাগবে কি না?

উত্তরঃ স্বামী-স্ত্রীর একত্রে মুসলমান হলে তাদের পূর্ববর্তী বিবাহ বহাল থাকবে। তারা নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন নেই। তার পূর্বের বিবাহ অনুযায়ী দাম্পত্ব জীবন চালিয়ে যাবে। (দেখুনঃ আদ্দুররুল মুখতার)

Posted in তালাক, বিবিধ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ স্বামী-স্ত্রীর উভয়ে একত্রে মুসলমান হলে নতুন বিবাহ লাগবে কি না?

প্রশ্নঃ স্বামী-স্ত্রীর মাঝে বিচ্চেদ হয়ে গেলে সন্তান লালন পালনের অধিকার কার?

উত্তরঃ স্বামী-স্ত্রীর মাঝে বিচ্চেদ হযে গেলে যদি ক্রোড়ে বাচ্চা থাকে তাহলে এই বাচ্চার লালন-পালন মায়ের হক। বাবা এই সন্তানকে ছিনিয়ে নিতে পারবে না। তবে বাচ্চার যাবতীয় খরচ বহন করতে হবে পিতাকেই। মা যদি লালন-পালন করতে অস্বীকার করে, তাহলে বাবাকে অবশ্যই … Continue reading

Posted in তালাক, বিবিধ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ স্বামী-স্ত্রীর মাঝে বিচ্চেদ হয়ে গেলে সন্তান লালন পালনের অধিকার কার?

প্রশ্নঃ স্বামীর উপর স্ত্রীর খোর-পোষ দেয়া জরুরী কি না?

উত্তরঃ স্ত্রীকে খোর-পোষ দেয়া স্বামীর উপর ওয়াজিব। স্ত্রীর অর্থ-সম্পদ থাকুক আর না থাকুক। তার খরচ-পাতির দায়িত্ব স্বামীর। থাকার ঘরও স্বামীকেই দিতে হবে। খোর-পোষের ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়ের অবস্থার প্রতি লক্ষ্য রাখা হবে। যদি উভয়েই ধনী হয়, তাহলে ধনীদের মত খোর-পোষ পাবে। … Continue reading

Posted in তালাক, বিবিধ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ স্বামীর উপর স্ত্রীর খোর-পোষ দেয়া জরুরী কি না?

প্রশ্নঃ স্ত্রীর দুধ পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে কি না?

উত্তরঃ কোন শিশু আড়াই বৎসর বয়সের মধ্যে কোন মহিলার দুধ পান করলে তার সাথে দুধের সম্পর্ক স্থাপন হয়। এরপর দুধ পান করলে দুধের সম্পর্ক স্থাপন হয় না। তাই স্ত্রীর দুধ পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে না। তাবে তা শরীয়তের … Continue reading

Posted in তালাক, বিবিধ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ স্ত্রীর দুধ পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে কি না?

প্রশ্নঃ ইদ্দত চলাকালীন একজন মহিলার জন্য কি কি কাজ করা নাজায়েয?

উত্তরঃ ইদ্দত চলাকালীন যে কোন মহিলা ঘর থেকে বেরও হতে পারবে না।। বিয়েও করতে পারবে না। এবং সাজ-সজ্জাও করতে পারবে না। এই অপরিচচ্ছন্ন-স্বাভাবিক ক্লান্ত জীবন যাপন করবে। ইদ্দত পালনকালীন নারীর জন্য সুগন্ধি তৈল, আতর ব্যবহার, পান খেয়ে ঠোট লাল করা, … Continue reading

Posted in ইদ্দতের মাসায়েল, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ইদ্দত চলাকালীন একজন মহিলার জন্য কি কি কাজ করা নাজায়েয?

প্রশ্নঃ স্বামী মৃত্যুর ইদ্দত কি? এ ক্ষেত্রে ঋতুবর্তী বা ঋতুবর্তীহীনদের মাঝে কোন পার্থক্য আছে কি না?

উত্তরঃ কোন মহিলার স্বামী মারা গেলে তাকে চার মাস দশদিন পর্যন্ত ইদ্দত পালন করতে হবে। স্বামীর মৃত্যুর সময় সে যে ঘরে থাকতো ইদ্দত সে ঘরেই পালন করবে। এ থেকে বের হবে না। হ্যাঁ, খানা-পিনার ব্যবস্থা না থাকলে কাজের উদ্দেশ্যে বের … Continue reading

Posted in ইদ্দতের মাসায়েল, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ স্বামী মৃত্যুর ইদ্দত কি? এ ক্ষেত্রে ঋতুবর্তী বা ঋতুবর্তীহীনদের মাঝে কোন পার্থক্য আছে কি না?

প্রশ্নঃ তালাকপ্রাপ্তা মহিলা গর্ভবতী হলে তার ইদ্দত কি?

উত্তরঃ তালাক প্রাপ্তা মহিলা গর্ভবতি হলে তার ইদ্দত হল, বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত। যদি কোন গর্ভবতী নরীকে তালাক দেয়া হয এবং তালাক প্রাপ্তা হবার অল্প পরেই তার বাচ্চা প্রসব হয়, তাহলে এর মাধ্যমে তার ইদ্দত শেষ হয়ে যাবে। (দেখুনঃ হেদায়া)

Posted in ইদ্দতের মাসায়েল, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ তালাকপ্রাপ্তা মহিলা গর্ভবতী হলে তার ইদ্দত কি?

প্রশ্নঃ ঋতুবর্তীহীনদের ক্ষেত্রে তালাকের ইদ্দত কি?

উত্তরঃ তালাকের ইদ্দতের ক্ষেত্রে ঋতুবর্তী ও ঋতুবর্তীহীনদের মাঝে পার্থক্য রয়েছে। স্বামী তার স্ত্রীকে তালাক দেয়ার পর (চাই তা এক তালাক, দুই তালাক কিংবা তিন তালাক, রেজঈ, বাইন সবগুলোর একই বধান) বা খোলা করার পর স্ত্রী যদি ঋতুবর্তী না হয়, বরং … Continue reading

Posted in ইদ্দতের মাসায়েল, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ঋতুবর্তীহীনদের ক্ষেত্রে তালাকের ইদ্দত কি?

প্রশ্নঃ তালাকের ইদ্দতের ক্ষেত্রে ঋতুবর্তী ও ঋতুবর্তীহীনদের মাঝে কোন পার্থক্য আছে কি না? থাকলে ঋতুবর্তীদের ক্ষেত্রে তালাকের ইদ্দত কি?

উত্তরঃ তালাকের ইদ্দতের ক্ষেত্রে ঋতুবর্তী ও ঋতুবর্তীহীনদের মাঝে পার্থক্য রয়েছে। স্বামী তার স্ত্রীকে তালাক দেয়ার পর (চাই তা এক তালাক, দুই তালাক কিংবা তিন তালাক, রেজঈ, বাইন সবগুলোর একই বধান) বা খোলা করার পর স্ত্রী ঋতুবর্তী হলে তার ইদ্দত হল … Continue reading

Posted in ইদ্দতের মাসায়েল, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ তালাকের ইদ্দতের ক্ষেত্রে ঋতুবর্তী ও ঋতুবর্তীহীনদের মাঝে কোন পার্থক্য আছে কি না? থাকলে ঋতুবর্তীদের ক্ষেত্রে তালাকের ইদ্দত কি?