Category Archives: হাদিয়া প্রদান

প্রশ্নঃ হাদিয়া গ্রহণ করার নিয়ম কি?

উত্তরঃ হাদিয়া গ্রহণ করা সুন্নাত। এই সুন্নাতের উপর আমল করার নিয়তে হাদিয়া গ্রহণ করবে। যার সম্পূর্ণ বা অধিকাংশ উপার্জন হারাম, তার হাদিয়া গ্রহণ করা জায়েয নয়। আর নির্দিষ্ট ভাবে যদি জানা থাকে যে, হারাম মাল থেকেই হাদিয়া দেয়া হচ্ছে তাহলেও … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাদিয়া প্রদান | Comments Off on প্রশ্নঃ হাদিয়া গ্রহণ করার নিয়ম কি?

প্রশ্নঃ নদগ অর্থ হাদিয়া দিলে কিভাবে দিবে?

উত্তরঃ নগদ অর্থ হাদিয়া দিলে তা ভিন্নভাবে দেয়া উচিত। তা মুসাফাহার সময় দেয়া ঠিক নয়। (দেখুনঃ আদাবুল মুয়াশারাত, ফাতাওয়ায়ে রাশীদিয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাদিয়া প্রদান | Comments Off on প্রশ্নঃ নদগ অর্থ হাদিয়া দিলে কিভাবে দিবে?

প্রশ্নঃ হাদিয়া প্রকাশ্যে বা গোপনে কিভাবে দেয়া উত্তম?

উত্তরঃ হাদিয়া গোপনে প্রদান করা আদব। (দেখুনঃ আদাবুল মুয়াশারাত, ফাতাওয়ায়ে রাশীদিয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাদিয়া প্রদান | Comments Off on প্রশ্নঃ হাদিয়া প্রকাশ্যে বা গোপনে কিভাবে দেয়া উত্তম?

প্রশ্নঃ হাদিয়া পেশ করার পূর্বে বা পরক্ষণে নিজের কোন মতলবের কথা বলা যাবে কি না?

উত্তরঃ হাদিয়া পেশ করার পূর্বে বা পরে নিজের কোন মতলবের কথা না বলা আদব, এতে হাদিয়ার উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ সৃষ্টি হবে। (দেখুনঃ আদাবুল মুয়াশারাত, ফাতাওয়ায়ে রাশীদিয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাদিয়া প্রদান | Comments Off on প্রশ্নঃ হাদিয়া পেশ করার পূর্বে বা পরক্ষণে নিজের কোন মতলবের কথা বলা যাবে কি না?

প্রশ্নঃ কোন অবস্থায় হাদীয়া দেয়া যাবে?

উত্তরঃ হাদিয়া শুধু মাত্র কোন মুসলমানের মন জয় করার উদ্দেশ্যে এবং মহব্বত থেকে হতে হবে- অন্য কোন প্রকার দুনিয়াবী বা আখেরাতী উদ্দেশ্যে থাকবে না। (দেখুনঃ আদাবুল মুয়াশারাত, ফাতাওয়ায়ে রাশীদিয়া)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাদিয়া প্রদান | Comments Off on প্রশ্নঃ কোন অবস্থায় হাদীয়া দেয়া যাবে?