Category Archives: অঙ্গহানী

প্রশ্নঃ হাতের বা পায়ের প্রতিটি আঙ্গুলের ক্ষেত্রে কি জরিমানা আসবে?

উত্তরঃ দুই হাত বা দুই পায়ের প্রতিটি আঙ্গুলের ক্ষেত্রে দিয়তের দশমাংশ ওয়াজিব হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in অঙ্গহানী | Comments Off on প্রশ্নঃ হাতের বা পায়ের প্রতিটি আঙ্গুলের ক্ষেত্রে কি জরিমানা আসবে?

প্রশ্নঃ কারো অঙ্গে আঘাত করে সুবিধা বিলুপ্ত করে দেয় তাহলে কি জরিমানা হবে?

উত্তরঃ কেউ যদি কারো কোন কোন অঙ্গে আঘাত করে এবং ঐ অঙ্গের সুবিধা বিলুপ্ত করে দেয়, তাতে পূর্ণ দিয়ত ওয়াজিব হবে; যেমন- আঘাতের কারণে হাত অবশ হয়ে গেলো এবং চোখের জ্যোতি চলে গেলো ইত্যাদি। (দেখুনঃ হেদায়া)

Posted in অঙ্গহানী | Comments Off on প্রশ্নঃ কারো অঙ্গে আঘাত করে সুবিধা বিলুপ্ত করে দেয় তাহলে কি জরিমানা হবে?

প্রশ্নঃ কারো মাথায় আঘাত করলে কি ওয়াজিব হবে?

উত্তরঃ কারো মাথায় আঘাত দ্বারা যদি আকল বা বুদ্ধি লোপ পায়, তাহলে পূর্ণ দিয়ত ওয়াজিব হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in অঙ্গহানী | Comments Off on প্রশ্নঃ কারো মাথায় আঘাত করলে কি ওয়াজিব হবে?

প্রশ্নঃ চোখ, হাত, পা, ঠোঁট, কান, আন্ডকোষ কর্তনের ক্ষেত্রে কি ওয়াজিব হবে?

উত্তরঃ দুই চোখ, দুই হাত, দুই পা, দুই ঠোঁট, দুই কান, এবং দুই অন্ডকোষ বিনষ্ট করার ক্ষেত্রে পূর্ণ দিয়ত ওয়াজিব হবে। আর এই জিনিসগুলির প্রতিটি জোড়ার একটির ক্ষেত্রে অর্ধ দিয়ত ওয়াজিব হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in অঙ্গহানী | Comments Off on প্রশ্নঃ চোখ, হাত, পা, ঠোঁট, কান, আন্ডকোষ কর্তনের ক্ষেত্রে কি ওয়াজিব হবে?

প্রশ্নঃ স্ত্রীলোকের স্তনের ক্ষেত্রে কি ওয়াজিব হবে?

উত্তরঃ স্ত্রী লোকের স্তনদ্বয় বিনষ্ট করার ক্ষেত্রে পূর্ণ দিয়ত ওয়াজিব হবে। আর একটি স্তনের ক্ষেত্রে স্ত্রীলোকের দিয়তের অর্ধেক দিতে হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in অঙ্গহানী | Comments Off on প্রশ্নঃ স্ত্রীলোকের স্তনের ক্ষেত্রে কি ওয়াজিব হবে?