Category Archives: সমাজনীতি

প্রশ্নঃ কোন অপরাধের শাস্তি স্বরূপ আর্থিক জরিমান করা জায়েয আছে কি না?

উত্তরঃ কোন অপরাধের কারণে আর্থিক জরিমানা করা জায়েয নয়। করলে সে অর্থ তাকে ফেরত দিতে হবে কিংবা তার মর্জি ও সন্তুষ্টি অনুযায়ী সে অর্থ ব্যয় করতে হবে। (দেখুনঃ ফাতওয়ায়ে দারুল উলূম)

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিকভাবে অপরাধের শাস্তি দানের বিধান | Comments Off on প্রশ্নঃ কোন অপরাধের শাস্তি স্বরূপ আর্থিক জরিমান করা জায়েয আছে কি না?

প্রশ্নঃ সামাজিক পঞ্চায়েত তাম্বীহ (সতর্কীকরণ)- এর জন্য কেমন শাস্তি দিতে পারেন?

উত্তরঃ সামাজিক পঞ্চায়েত তাম্বীহ (সতর্কীকরণ)- এর জন্য সমীচীন মনে করলে, অপরাধীকে সমাজ থেকে এক ঘরে করে রাখতে পারেন, অর্থাৎ- অপরাধীর সাথে ক্রয়-বিক্রয়, উঠা-বসা, চলা-ফেরা ও মেলা-মেশা বন্ধ রাখার শাস্তি প্রয়োগ করতে পারেন। কিন্তু তারা শরীয়াত নির্ধারিত শাস্তি প্রয়োগ করার ক্ষমতা … Continue reading

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিকভাবে অপরাধের শাস্তি দানের বিধান | Comments Off on প্রশ্নঃ সামাজিক পঞ্চায়েত তাম্বীহ (সতর্কীকরণ)- এর জন্য কেমন শাস্তি দিতে পারেন?

প্রশ্নঃ সামাজিক পঞ্চায়েত তাম্বীহ (সতর্কীকরণ)- এর জন্য কোন পদক্ষেপ নিতে পারবে কি না?

উত্তরঃ হ্যাঁ, সামজিক পঞ্চায়েত তাম্বীহ (সতর্কীকরণ)- এর জন্য যে কোন পদক্ষেপ নিতে পারেন। কিন্তু তারা শরীআতের নির্ধারিত শাস্তি প্রয়োগ করতে পারবে না। (দেখুনঃ ফাতওয়ায়ে দারুল উলূম)

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিকভাবে অপরাধের শাস্তি দানের বিধান | Comments Off on প্রশ্নঃ সামাজিক পঞ্চায়েত তাম্বীহ (সতর্কীকরণ)- এর জন্য কোন পদক্ষেপ নিতে পারবে কি না?

প্রশ্নঃ যেখানে ইসলামী কাজী বা হাকিম নেই সেখানে পঞ্চায়েত ঐ শাস্তি প্রয়োগ করতে পারবে কি না?

উত্তরঃ যেখানে ইসলামী আদালত নেই সেখানে পঞ্চায়েত বা বেসরকারীভাবে নির্বাচিত বিচারকমন্ডলী শরীআত নির্ধারিত শাস্তি প্রয়োগ করার অধিকার রাখেন না। (দেখুনঃ ফাতওয়ায়ে দারুল উলূম)

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিকভাবে অপরাধের শাস্তি দানের বিধান | Comments Off on প্রশ্নঃ যেখানে ইসলামী কাজী বা হাকিম নেই সেখানে পঞ্চায়েত ঐ শাস্তি প্রয়োগ করতে পারবে কি না?

প্রশ্নঃ শরীয়াতের নির্ধারিত শাস্তির প্রয়োগ করার ক্ষমতা কার রয়েছে?

উত্তরঃ শরীয়াতের যেনা, চুরি, ডাকাতি, ইত্যাদি বিভিন্ন অপরাধের বিভিন্ন শাস্তির বিধান রয়েছে। আইনত ঃ এই শাস্তি প্রয়োগ করতে পারে ইসলামী কাজী বা হাকিম। (দেখুনঃ উসূলে ইফতা)

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিকভাবে অপরাধের শাস্তি দানের বিধান | Comments Off on প্রশ্নঃ শরীয়াতের নির্ধারিত শাস্তির প্রয়োগ করার ক্ষমতা কার রয়েছে?

প্রশ্নঃ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ আর কি পদক্ষেপ হতে পারে?

উত্তরঃ অপরাধের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে অপরাধবিরোধি মানসিকতা গঠন করতে হবে। আইন মানার জন্য মানসিকতা গঠন করতে হবে। এবং আইন মানার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। কেউ নেশা জাতীয় অপরাধে জড়িত হলে ক্রমান্বয়ে ধীরে ধীরে তার সে অভ্যাস ছাড়াতে হবে। … Continue reading

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিক অপরাধ দমন | Comments Off on প্রশ্নঃ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ আর কি পদক্ষেপ হতে পারে?

প্রশ্নঃ আইন পয়োগের পর অপরাধিকে কি করবে?

উত্তরঃ অপরাধীদেরকে সৎ ও ভাল মানুষের সাহচর্যে এবং নীতি-নৈতিকতার পরিবেশে রাখার ব্যবস্থা করতে হবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিক অপরাধ দমন | Comments Off on প্রশ্নঃ আইন পয়োগের পর অপরাধিকে কি করবে?

প্রশ্নঃ আইন প্রয়োগের ক্ষেত্রে বিলম্ব করা যাবে কি না?

উত্তরঃ তড়িৎ আইন প্রয়োগ করতে হবে। আইন প্রয়োগ বিলম্ব বা দীর্ঘসূত্রিতা অন্যান্য অনেক ক্ষতির পাশাপাশি অপরাধ বিরোধী চেতনা সৃষ্টির ক্ষেত্রে শাস্তির ভীমিকাকে হ্রাস করে দেয়। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিক অপরাধ দমন | Comments Off on প্রশ্নঃ আইন প্রয়োগের ক্ষেত্রে বিলম্ব করা যাবে কি না?

প্রশ্নঃ শাস্তি কিভাবে প্রয়োগ করবে?

উত্তরঃ জনসমক্ষে শাস্তি প্রয়োগ করতে হবে। যাতে অনুরূপ অপরাধ সংঘটনে জনগণের মনে ভীতির সঞ্চার হয়। এবং এভাবে অপরাধ হ্রাস পেতে থাকে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিক অপরাধ দমন | Comments Off on প্রশ্নঃ শাস্তি কিভাবে প্রয়োগ করবে?

প্রশ্নঃ সামাজিক অপরাধ দমনে প্রধান কাজ কি?

উত্তরঃ সামাজিক অপরাধ দমনে প্রধান কাজ হল, ইসলামী আইনে বিভিন্ন অপরাধের যে শাস্তি রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তার যথার্থ প্রয়োগের ব্যবস্থা করতে হবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in সমাজনীতি, সামাজিক, সামাজিক অপরাধ দমন | Comments Off on প্রশ্নঃ সামাজিক অপরাধ দমনে প্রধান কাজ কি?