Category Archives: অসুস্থতায় স্রাব

ইস্তিহাযার স্রাব বা অসুস্থতার স্রাব কাকে বলে ?

স্ত্রী-লোকের যৌনাঙ্গ থেকে হায়েযের সর্বনিম্ন ৩ দিন থেকে কম অথবা অভ্যাসের অতিরিক্ত ১০ দিনের চেয়ে বেশী যে রক্তস্রাব হয় তাকে ইস্তেহাযা বা অসুস্থতার স্রাব বলে। তেমনি ৯ বৎসর বয়সের পূর্বে যদি রক্ত আসে বা গর্ভাবস্থায় যদি রক্ত আসে বা প্রসবকালীন … Continue reading

Posted in অসুস্থতায় স্রাব | Comments Off on ইস্তিহাযার স্রাব বা অসুস্থতার স্রাব কাকে বলে ?

ইস্তিহাযার রক্তের হুকুম কি ?

ইস্তেহাযার রক্ত যে কোন মানুষের নাক, দাঁত দিয়ে পড়া রক্তের ন্যায়। সুতরাং এ কারণে নামায রোযা মাফ হয় না। তাই এ রক্তের কারণে নামায রোযা কাযা করতে পারবে না। (দেখুনঃ শরহে বেকায়া)

Posted in অসুস্থতায় স্রাব | Comments Off on ইস্তিহাযার রক্তের হুকুম কি ?

ইস্তিহাযার সময় নামায কিভাবে পড়বে ?

যদি ইস্তিহাযা অবস্থায় সর্বক্ষণ রক্ত না আসে বরং এরকম হয় যে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে বন্ধও থাকে, তাহলে ওয়াক্ত আসার পর অপেক্ষা করবে, যখন রক্ত বন্ধ থাকবে সে সময় ওযু করে নামায পড়ে নিবে। (দেখুনঃ হেদায়া)

Posted in অসুস্থতায় স্রাব | Comments Off on ইস্তিহাযার সময় নামায কিভাবে পড়বে ?

ইস্তেহাযা অবস্থায় কাবা শরীফ তওয়াফ ও কুরআন শরীফ স্পর্শ করতে পারবে কি না ?

হ্যাঁ, ইস্তেহাযা অবস্থায় কাবা শরীফ তাওয়াফ ও কুরআন শরীফ স্পর্শ করতে পারবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in অসুস্থতায় স্রাব | Comments Off on ইস্তেহাযা অবস্থায় কাবা শরীফ তওয়াফ ও কুরআন শরীফ স্পর্শ করতে পারবে কি না ?

ইস্তিহাযা অবস্থায় সহবাস করতে পারবে কি না ?

হ্যাঁ, ইস্তিহাযা অবস্থায় সহবাস করতে পারবে। (দেখুনঃ শরহে বেকায়া)

Posted in অসুস্থতায় স্রাব | Comments Off on ইস্তিহাযা অবস্থায় সহবাস করতে পারবে কি না ?