Category Archives: শহীদের প্রকার

শহীদ কাকে বলে ?

শহীদ ঐ ব্যক্তি, যাকে মুশরিকরা হত্যা করেছে। কিংবা যুদ্ধের মাঠে মৃত পাওয়া গেছে আর তার দেহে চিন্হ রয়েছে। কিংবা মুসলমানরা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং তাকে হত্যা করার কারণে দিয়াত ওয়জিব হয়নি। (দেখুনঃ হেদায়া)

Posted in জানাযা, শহীদের প্রকার | Comments Off on শহীদ কাকে বলে ?

ডাকাত যাকে হত্যা করে সে শহীদ হিসেবে গণ্য হবে কি না?

হ্যাঁ, ডাকাত যাকে হত্যা করে সে শহীদ হিসেবে গণ্য হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in জানাযা, শহীদের প্রকার | Comments Off on ডাকাত যাকে হত্যা করে সে শহীদ হিসেবে গণ্য হবে কি না?

যে ব্যক্তি আঘাত খাওয়ার পর কোন আরাম আয়েশ ভোগ করে সে শহীদ কি না? তাকে গোসল দেয়া হবে কি না?

এমন ব্যক্তি শহীদ না তাকে গোসল দেয়া হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in জানাযা, শহীদের প্রকার | Comments Off on যে ব্যক্তি আঘাত খাওয়ার পর কোন আরাম আয়েশ ভোগ করে সে শহীদ কি না? তাকে গোসল দেয়া হবে কি না?

যাকে শহরে নিহত অবস্থায় পাওয়া যায় তাকে গোসল দেয়া হবে কি না?

এমন ব্যক্তিকে গোসল দেয়া হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in জানাযা, শহীদের প্রকার | Comments Off on যাকে শহরে নিহত অবস্থায় পাওয়া যায় তাকে গোসল দেয়া হবে কি না?

যাকে শরীয়াতের কোন হদ বা কিসাস এর কারণে হত্যা করা হয়েছে তাকে গোসল দেয়া হবে কি না?

এমন ব্যক্তিকে গোসল দেয়া হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in জানাযা, শহীদের প্রকার | Comments Off on যাকে শরীয়াতের কোন হদ বা কিসাস এর কারণে হত্যা করা হয়েছে তাকে গোসল দেয়া হবে কি না?