Category Archives: প্রতিবেশির অধিকার

প্রশ্নঃ প্রতিবেশির পক্ষ থেকে কষ্ট পেলে কি করবে?

উত্তরঃ প্রতিবেশির পক্ষ থেকে কোন রূপ কষ্ট পেলে, যেমন- গরু-বাছুর, হাঁস-মুরগী, বা ছেলে-মুরগী দ্বারা কোন কিছু নষ্ট বা ক্ষতি হলে ছবর করবে। (দেখুনঃ হুকুকুল ইবাদ)

Posted in প্রতিবেশির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ প্রতিবেশির পক্ষ থেকে কষ্ট পেলে কি করবে?

প্রশ্নঃ প্রতিবেশি অভাবি হলে বা নিজের বাসায় উত্তম খানা পাকালে তাদের সাথে কি আচরণ করবে?

উত্তরঃ মাঝে মধ্যে প্রতিবেশিকে উপহার দিবে। বিশেষ করে ক্ষুধার্ত থাকলে অবশ্যই সামর্থ অনুযায়ী খানা-পিনা দিয়ে সাহায্য করবে। বিশেষ কোন রান্না-বান্না বা ফল ফ্রুটের ব্যবস্থা হলে প্রতিবেশিকেও তা থেকে কিছু হাদিয়া দেয়া। সম্ভব না হলে গোপনে সেগুলো বাড়ির মধ্যে ঢুকানো এবং … Continue reading

Posted in প্রতিবেশির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ প্রতিবেশি অভাবি হলে বা নিজের বাসায় উত্তম খানা পাকালে তাদের সাথে কি আচরণ করবে?

প্রশ্নঃ প্রতিবেশির স্ত্রী ও সন্তানদের ব্যাপারে কেমন আচরণ করবে?

উত্তরঃ প্রতিবেশীর স্ত্রীর ইজ্জত-আব্রুর প্রতি লক্ষ্য রাখবে। তার সন্তানদের হেফাজত করবে। তাদের কোন প্রকার ক্ষতি যেন না হয় সে দিকে দৃষ্টি রাখবে। (দেখুনঃ বেহেশতী জেওর)

Posted in প্রতিবেশির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ প্রতিবেশির স্ত্রী ও সন্তানদের ব্যাপারে কেমন আচরণ করবে?

প্রশ্নঃ প্রতিবেশির সাথে কেমন আচরণ করবে?

উত্তরঃ প্রতিবেশীর মাথে অনুগ্রহ ও সহযোগিতামূলক আচরণ করবে। (দেখুনঃ বেহেশতী জেওর)

Posted in প্রতিবেশির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ প্রতিবেশির সাথে কেমন আচরণ করবে?

প্রশ্নঃ নিজের বাড়ির আশপাশ ছাড়া অন্যকোন প্রতিবেশি আছে কি না?

উত্তরঃ শহরে বা গ্রামে বাড়ীর পার্শ¦বর্তীগণ যেমন প্রতিবেশী, তদ্রƒপ বাড়ী থেকে যার সাথে একত্রে সফর করা হয় বা বিদেশে গিয়ে এক সঙ্গে সফর করা হয় এসব সফরসঙ্গী এবং মাদ্রাসা, স্কুল, কলেজ, অফিস, আদালত বা যে কোন কর্মস্থলে এক সঙ্গে যারা … Continue reading

Posted in প্রতিবেশির অধিকার, মানবাধিকার, সামাজিক | Comments Off on প্রশ্নঃ নিজের বাড়ির আশপাশ ছাড়া অন্যকোন প্রতিবেশি আছে কি না?