Category Archives: পান করার নিয়ম

প্রশ্নঃ পান করার পর অন্যকে দিলে কি নিয়ম অবলম্বন করবে?

উত্তরঃ পান করার পর অন্যকে দিতে হলে আদব হল ডান পাশের জনকে অগ্রাধিকার দেয়া। তার অনুমতি সাপেক্ষে বাম পাশের জনকেও দেয়া যায়। (দেখুনঃ আউনুত্ তিরমিজি)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পান করার নিয়ম, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পান করার পর অন্যকে দিলে কি নিয়ম অবলম্বন করবে?

প্রশ্নঃ যমযমের পানি কিভাবে পান করবে?

উত্তরঃ যমযমের পানি কেবলামুখী হয়ে পান করা মুস্তাহাব। এ পানি দাঁড়িয়ে বা বসে উভয় ভাবে পান করা যায়। (দেখুনঃ ফাতওয়ায়ে শামী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পান করার নিয়ম, সামাজিক | Comments Off on প্রশ্নঃ যমযমের পানি কিভাবে পান করবে?

প্রশ্নঃ অন্য মুসলমান ভাইয়ের অবশিষ্ট পানি পান করা যাবে কি না?

উত্তরঃ অন্য মুসলমান ভাইয়ের বিশেষভাবে পরহেযগার ও বুযুর্গদের পান করার পর থেকে যাওয়া অবশিষ্ট পানি বরকত মনে করে পান করা যাবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পান করার নিয়ম, সামাজিক | Comments Off on প্রশ্নঃ অন্য মুসলমান ভাইয়ের অবশিষ্ট পানি পান করা যাবে কি না?

প্রশ্নঃ পান করার গুরুত্বপূর্ণ কয়েকটি আদব কি কি?

উত্তরঃ পান করার কয়েকটি গুরুত্বপূর্ন আদব হল, পাত্রের ভাঙ্গা স্থানে মুখ লাগিয়ে পান না করা আদব। পানির পাত্রের মধ্যে শ্বাস না ছাড়া এবং ফুঁক না দেয়া।  (দেখুনঃ তিরমিজি, আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পান করার নিয়ম, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পান করার গুরুত্বপূর্ণ কয়েকটি আদব কি কি?

প্রশ্নঃ পান করার গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাত কি কি?

উত্তরঃ পান করার কয়েকটি গুরুত্বপূর্ন সন্নাত হল, বসে পান করবে, ডান হাতে পান করবে, তিন শ্বাসে পান করবে, শুরুতে বিসমিল্লাহ্ এবং শেষে আলহামদুলিল্লাহ্ বলা সুন্নাত ইত্যাদি। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পান করার নিয়ম, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পান করার গুরুত্বপূর্ণ কয়েকটি সুন্নাত কি কি?