Category Archives: ওলী

প্রশ্নঃ অভিবাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে তা সহীহ হবে কি না?

উত্তরঃ বিবাহের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নেয়া সুন্নাত। অভিভাবকের অনুমতি ব্যতীত প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ে নিজেরাই শরীয়তসম্মত পন্থায় দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে বিবাহ করলে তাদের বিবাহ সহীহ হয়ে যাবে। তবে বিয়েতে কুফু (ইসলামে আরোপিত সাম্যতা) না হলে অভিভাবকগণ তাদের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারেন। … Continue reading

Posted in ওলী, বিবাহ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ অভিবাবকের অনুমতি ছাড়া বিবাহ করলে তা সহীহ হবে কি না?

প্রশ্নঃ নাবালেগ-নাবালেগার বিবাহ সহীহ হবে কি না?

উত্তরঃ নাবালেগ-নাবালেগার বিবাহ ওলীর অনুমতিতে সহীহ হবে। অর্থাৎ- পিতার জিবদ্দশায় তার অনুমতিক্রমে অথবা পিতার অবর্তমানে দাদা তার নাবালেগ নাতির বিবাহ কোন নাবালেগা মেয়ের সঙ্গে করিয়ে নিলে উক্ত বিবাহ শুদ্ধ বলে গণ্য হবে। তবে ছেলে বালেগ হওয়ার পর এই বিবাহ বিচ্ছেদ … Continue reading

Posted in ওলী, বিবাহ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ নাবালেগ-নাবালেগার বিবাহ সহীহ হবে কি না?

প্রশ্নঃ মেয়ে বালেগা হলে তার অনুমতি ছাড়া বিয়ে করিয়ে দিলে তা সহীহ হবে কি না?

উত্তরঃ মেয়ে বালেগা হলে তার বিনা অনুমতিতে কোন ওলী বা অন্য কেউ তাকে বিবাহ দিতে পারে না। দিলে মেয়ের অনুমতির উপর সে বিবাহ মওকুফ থাকবে। অনুমতি না দিলে সে বিবাহ বাতিল হয়ে যাবে। (দেখুনঃ  হেদায়া)

Posted in ওলী, বিবাহ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ মেয়ে বালেগা হলে তার অনুমতি ছাড়া বিয়ে করিয়ে দিলে তা সহীহ হবে কি না?

প্রশ্নঃ ছেলে-মেয়ের ওলী কারা কারা?

উত্তরঃ ছেলে-মেয়ের সর্বপ্রথম ওলী তাদের পিতা। তিনি না থাকলে দাদা, তারপর পরদাদা, তাদের কেউ না থাকলে আপন ভাই, তারপর বৈমাত্রিয় ভাই, তারপর আপন ভাইয়ের ঘরের ভাতিজা, তারপর বৈমাত্রিয় ভাইয়ের ঘরের ভাতিজা। ভাতিজারা কেউ না থকালে ভাতিজার ছেলে, তারপর তাদের ছেলে। … Continue reading

Posted in ওলী, বিবাহ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ছেলে-মেয়ের ওলী কারা কারা?

প্রশ্নঃ ওলী কে? ওলীর জন্য কি কি শর্ত?

উত্তরঃ ছেলে মেয়েদের যে বিবাহ দেয়ার ক্ষমতা রোখে তাকে     “ওলী” বলে ওলীর জন্য জ্ঞান সম্পন্ন, বালেগ এবং মুসলমান হওয়া শর্ত। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ওলী, বিবাহ, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ ওলী কে? ওলীর জন্য কি কি শর্ত?