Category Archives: হাঁচি, হাই-এর বিধান

প্রশ্নঃ হাই দেয়ার কিছু আদব উল্লেখ জানতে চাই?

উত্তরঃ হাই দেয়ার কিছু আদব হল, হাই আসলে যথাসাধ্য তা ঠেকাতে চেষ্টা করবে। যদি একান্ত না পারা যায় তাহলে মুখ ডেকে নিবে। হাই আসলে হাত দিয়ে মুখ ঢাকার নিয়ম হল- বাম হাতের পিঠ মুখের সাথে আর পেট অপর দিকে থাকবে। … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাঁচি, হাই-এর বিধান | Comments Off on প্রশ্নঃ হাই দেয়ার কিছু আদব উল্লেখ জানতে চাই?

প্রশ্নঃ হাঁচির জবাব দাতার ইয়ারহামুকাল্লাহ শুনে হাঁচি দাতা কোন দোয়া পড়বে কি না?

উত্তরঃ হাঁচির জবাব দাতার ইয়ারহামুকাল্লাহ শুনে হাঁচি দাতা জওয়াবে বলবে- يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ  (উচ্চারণ- ইয়াহদি কুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। অর্থঃ আল্লাহ তোমাদেরকে হেদায়েত করেন এবং তোমাদের অবস্থাকে সংশোধন করে দেন)। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাঁচি, হাই-এর বিধান | Comments Off on প্রশ্নঃ হাঁচির জবাব দাতার ইয়ারহামুকাল্লাহ শুনে হাঁচি দাতা কোন দোয়া পড়বে কি না?

প্রশ্নঃ যে হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনবে সে কি বলবে?

উত্তরঃ যে হাঁচি দাতার আলহামদুলিল্লাহ্ শুনবে, তার জন্য يَرْحَمُكَ اللهُ (উচ্চারণঃ ইয়ারহামুকাল্লাহ। অর্থঃ আল্লাহ তোমাকে রহমত দান করুন) বলে জওয়াব দেয়া সুন্নাত। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাঁচি, হাই-এর বিধান | Comments Off on প্রশ্নঃ যে হাঁচি দাতার আলহামদুলিল্লাহ শুনবে সে কি বলবে?

প্রশ্নঃ হাঁচি দেয়ার পর হাঁচি দাতা কি বলবে?

উত্তরঃ হাঁচি দেয়ার পর হাঁচি দাতা اَلْحَمْدُ لِلّهِ (উচ্চারণঃ আলহামদুলিল্লাহ্। অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য) পড়ে আল্লাহর শোকর আদায় করবে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাঁচি, হাই-এর বিধান | Comments Off on প্রশ্নঃ হাঁচি দেয়ার পর হাঁচি দাতা কি বলবে?

প্রশ্নঃ হাঁচি দেয়ার আদব কি?

উত্তরঃ হাঁচি দেয়ার সময় আদব হল হাত বা কাপড় দ্বারা মুখ বন্ধ করে রাখবে, যাতে শব্দ কম হয় এবং মুখ ও নাকের ময়লা কারও গায়ে ছুটে গিয়ে না লাগে। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, সামাজিক, হাঁচি, হাই-এর বিধান | Comments Off on প্রশ্নঃ হাঁচি দেয়ার আদব কি?