Category Archives: স্ত্রীকে মা/বোন বা তাদের মত বলা

প্রশ্নঃ যিহারের কাফ্ফারা কী?

উত্তরঃ যিহারের কাফ্ফারা হল, একটি দাষ মুক্ত করে দিবে। তা সম্ভব না হলে, ষাটটি রোজা রাখবে। তার সামর্থ না থাকলে ষাটজন গরীব মিসকিনকে দুই বেলা খাওয়াবে, অথব প্রত্যেককে দুই বেলার খাদ্য প্রদান করবে। (দেখুনঃ ফাতাওয়ায়ে রাহীমিয়া)

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে মা/বোন বা তাদের মত বলা | Comments Off on প্রশ্নঃ যিহারের কাফ্ফারা কী?

প্রশ্নঃ যদি কেউ স্পষ্টভাবে বলে যে, তুই আমার কাছে আমার মায়ের মত হারাম তাহলে কি হবে?

উত্তরঃ যদি উপরোক্ত বাক্যটি তালাকের নিয়তে বলে থাকে তাহলে তালাকে বায়েন হয়ে যাবে। আর জিহারের নিয়ত বা অন্য কোন নিয়ত না থাকলেও জিহার হয়ে যাবে। কাফ্ফারা আদায় করে তারপর সহবাস করতে হবে।  (দেখুনঃ বেহেশতী যিওর)

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে মা/বোন বা তাদের মত বলা | Comments Off on প্রশ্নঃ যদি কেউ স্পষ্টভাবে বলে যে, তুই আমার কাছে আমার মায়ের মত হারাম তাহলে কি হবে?

প্রশ্নঃ স্বামী যদি স্বীয় স্ত্রীকে “মা/বোন/খালা ইত্যাদির” মত বা সমতুল্য বা এ জাতীয় শব্দ বলে তাহলে তার হুকুম কী?

উত্তরঃ কেউ তার স্ত্রীকে বললো- তুমি আমার মায়ের তুল্য অথবা বললো- তুমি আমার কাছে আমার মায়ের মত কিংবা কললো- আমি তোমাকে আমার মায়ের মত মনে করি। এরূপ অবস্থায় দেখতে হবে তার উদ্দেশ্য কি ছিল। যদি বুযূর্গী ও মাহাতেœ্য মায়ের মত … Continue reading

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে মা/বোন বা তাদের মত বলা | Comments Off on প্রশ্নঃ স্বামী যদি স্বীয় স্ত্রীকে “মা/বোন/খালা ইত্যাদির” মত বা সমতুল্য বা এ জাতীয় শব্দ বলে তাহলে তার হুকুম কী?

প্রশ্নঃ স্ত্রী যদি স্বীয় স্বামীকে “বাবা/আব্বা” বলে ডাকে তাতে বিবাহ ঠিক থাকবে কি না?

উত্তরঃ স্ত্রী স্বামীকে বাবা বা আব্বা বললে স্ত্রীর উপর তালাক পড়বে না। তবে এধরণের অর্থহীন, অপ্রাসঙ্গিক বাক্য উচ্চারণ কোন সময়ই উচিত নয়। এ ধরনের গর্হিত বাক্য বিনিময় থেকে সম্পূর্ন বিরত থাকা উচিত। (দেখুনঃ ফাতওয়ায়ে রশীদিয়া)

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে মা/বোন বা তাদের মত বলা | Comments Off on প্রশ্নঃ স্ত্রী যদি স্বীয় স্বামীকে “বাবা/আব্বা” বলে ডাকে তাতে বিবাহ ঠিক থাকবে কি না?

প্রশ্নঃ স্বামী যদি স্বীয় স্ত্রীকে “মা” বলে ডাকে তাতে বিবাহ ঠিক থাকবে কি না?

উত্তরঃ স্বামী স্বীয় স্ত্রীকে মা বলাতে স্ত্রীর উপর কোন প্রকার তালাক পড়ে না এবং স্ত্রী হারামও হয় না। তবে স্ত্রীকে মা বলা অন্যায়।  তা মাকরুহ হবে। এর জন্য তাওবা করবে এবং ভবিষ্যতে আর কখনো এরূপ বলবে না। (দেখুনঃ ফাতওয়ায়ে রশীদিয়া)

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্ত্রীকে মা/বোন বা তাদের মত বলা | Comments Off on প্রশ্নঃ স্বামী যদি স্বীয় স্ত্রীকে “মা” বলে ডাকে তাতে বিবাহ ঠিক থাকবে কি না?