Category Archives: দান

প্রশ্নঃ কোন জিনিস দান করার পর তা ফেরত নেয়া যাবে কি না?

উত্তরঃ কাউকে কোন জিনিস দিয়ে আবার ফিরিয়ে নেয়া খুবই গুনাহের কাজ। তবে কেউ যদি ফিরিয়ে নেয় এবং যাকে দিয়েছিল সেও যদি খুশি মনে ফেরত দেয়, তাহলে সে পুনরায় মালিক হয়ে যাবে। অবশ্য কিছু কিছু ক্ষেত্র এমনও আছে , যে সব … Continue reading

Posted in দান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কোন জিনিস দান করার পর তা ফেরত নেয়া যাবে কি না?

প্রশ্নঃ যদি বাচ্চাকেই বিশেষভাবে কিছু দেয়া হয় তাহলে পিতা মাতা তা নিজ কাজে ব্যবহার করতে পারবে কি না?

উত্তরঃ যদি বাচ্চাকেই বিশেষভাবে কিছু দেয়া হয় তাহলে সেটার মালিক কেবল বাচ্চাই। তা শুধু তার কাজেই ব্যবহার করতে হবে। অন্য কারও কাজে ব্যবহার করা জায়েয নেই। স্বয়ং মা-বাবাও নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করতে পারবে না, অন্য বাচ্চাদের প্রয়েজনেও ব্যবহার করতে … Continue reading

Posted in দান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ যদি বাচ্চাকেই বিশেষভাবে কিছু দেয়া হয় তাহলে পিতা মাতা তা নিজ কাজে ব্যবহার করতে পারবে কি না?

প্রশ্নঃ বাচ্চাকে কেউ কিছু দান করলে তা কার কাছে থাকবে?

উত্তরঃ কোন ব্যক্তি যদি বাচ্চাকেই বিশেষভাবে কিছু দেয় সেটা অবশ্য বাচ্চারই হবে। বাচ্চা যদি বুঝমান হয়, তাহলে সে নিজে কব্জা করলেই যথেষ্ট। কব্জা করার সাথে সাথেই সে মলিক হয়ে যাবে। বাচ্চা যদি খুবই ছোট হয়, অবুঝ হয়, তাহলে তার পক্ষ … Continue reading

Posted in দান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ বাচ্চাকে কেউ কিছু দান করলে তা কার কাছে থাকবে?

প্রশ্নঃ নাবালিগের “দান” সহীহ হবে কি না?

উত্তরঃ নাবালিগের হিবা/দান সহীহ নয়। সে হিবা করলে তা গ্রহণ করাও জায়েয নয়। (দেখুনঃ আদ্দুরুল মুখতার)

Posted in দান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ নাবালিগের “দান” সহীহ হবে কি না?

প্রশ্নঃ “দান” সম্পন্ন হওয়ার জন্য প্রধান শর্ত কি?

উত্তরঃ “দান” সম্পন্ন হওয়ার জন্য প্রধান শর্ত হল, তা যাকে দান করেছে তার কাছে হস্তান্তর করা এবং যাকে দান করা হয়েছে সে ওটাকে কব্জা করা/বুঝে নেয়া। শুধু মুখে যদি বলা হয় যে, এই জিনিসটা আমি তোমাকে দিলাম। সেও বলল, আমি … Continue reading

Posted in দান, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ “দান” সম্পন্ন হওয়ার জন্য প্রধান শর্ত কি?