Category Archives: যাকাতের শর্ত

যাকাত কখন ফরজ হয়?

স্বাধীন জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তি যখন নিসাব পরিমাণ মস্পদের পূর্ণ মালিক হল এবং তার উপর এক বছর অতিক্রান্ত হয় তখন ঐ ব্যক্তির সম্পদের উপর যাকাত ফরজ হয়। (দেখুনঃ হেদায়া)

Posted in যাকাত, যাকাতের শর্ত | Comments Off on যাকাত কখন ফরজ হয়?

একটি অপ্রাপ্তবয়স্ক মুসলিম কিশরের নিকট অনেক টাকা আছে তার উপর যাকাত ফরজ কি না?

যাকাত ফরয হওয়ার জন্য সুস্থ মস্তিস্কসম্পন্ন ও প্রাপ্তবয়স্ক হওয়া জরুরী। তাই অপ্রাপ্ত বয়স্ক সন্তানের মালের উপর যাকাত ফরয নয়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in যাকাত, যাকাতের শর্ত | Comments Off on একটি অপ্রাপ্তবয়স্ক মুসলিম কিশরের নিকট অনেক টাকা আছে তার উপর যাকাত ফরজ কি না?

যাকাতের নেসাব কতটুকু?

কোন প্রাপ্তবয়স্ক সুস্থমস্তিষ্কসম্পন্ন নর-নারীর কাছে প্রয়োজনের অতিরিক্ত ঋণ মুক্ত সাড়ে ৫২ তোলা রুপা বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা তার সমমূল্যের ব্যবসায়ী সম্পদ বা টাকা পয়সা থাকবে সে নেসাব পরিমান মালের মালিক হিসেবে গণ্য হবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in যাকাত, যাকাতের শর্ত | Comments Off on যাকাতের নেসাব কতটুকু?

সম্পদের কি পরিমাণ অংশ যাকাত হিসেবে দিতে হয়?

সম্পদের ৪০ ভাগের একভাগ যাকাত হিসেবে দিতে হবে। অর্থাৎ- শতকরা ২.৫০ টাকা যাকাত দিতে হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in যাকাত, যাকাতের শর্ত | Comments Off on সম্পদের কি পরিমাণ অংশ যাকাত হিসেবে দিতে হয়?

প্রয়োজনতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সাথে সাথেই যাকাত দিতে হবে?

না নেসাবের মালিক হওয়ার সাথে সাথেই যাকাত দিতে হবে না। বরং ঐ নেসাব পরিমাণ সম্পদের মালিকের কাছে থাকাবস্থায় এক বৎসর অতিক্রম হলে যাকাত আদায় করা জরুরী হবে। (দেখুনঃ বাদায়েউস্ সানায়ে)

Posted in যাকাত, যাকাতের শর্ত | Comments Off on প্রয়োজনতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার সাথে সাথেই যাকাত দিতে হবে?