Category Archives: মহর

প্রশ্নঃ মোহরের উল্লেখ ছাড়া বিবাহ করলে ঐ বিবাহ সহীহ হবে কি না?

উত্তরঃ মোহরের উল্লেখ ছাড়া বিবাহ করলে বিবাহ সহীহ হয়ে যাবে। তবে আলোচনা না করলেও স্ত্রীকে মহর দিতে হবে। তখন “মহরে মিছিল” বা খান্দানী মহর ওয়াজিব হয়। “মহরে মিছিল” বা খান্দানী মহর হল, স্ত্রীর বাবা-দাদার বংশের মেয়েদের, যেমন- বোন, ফুফু, ভতিজী, … Continue reading

Posted in বিবাহ, মহর, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ মোহরের উল্লেখ ছাড়া বিবাহ করলে ঐ বিবাহ সহীহ হবে কি না?

প্রশ্নঃ মহর পরিশোধ করা কি? মহর পরিশোধ না করলে তা ঋণ হিসেবে হবে কি না? মহর আদায় না করা অবস্থায় স্ত্রী মারা গেলে তা কিভাবে আদায় করবে?

উত্তরঃ মহর পরিশোধ করা ওয়াজিব। তাই নাম শোহরতের জন্য সাধ্যের অতিরিক্ত মহর ধায্য করা অপছন্দনীয়। স্ত্রীর মহর আদায় না করলে তা ঋণের মধ্যে গণ্য হবে। এমনকি মহর আদায় না করা অবস্থায় স্ত্রী মারা গেলে তা স্ত্রীর পরিত্যক্ত সম্পদ হিসেবে গণ্য … Continue reading

Posted in বিবাহ, মহর, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ মহর পরিশোধ করা কি? মহর পরিশোধ না করলে তা ঋণ হিসেবে হবে কি না? মহর আদায় না করা অবস্থায় স্ত্রী মারা গেলে তা কিভাবে আদায় করবে?

প্রশ্নঃ মহরের সর্বনি¤œ পরিমান (যার কম মহর ধার্য্য করা যায় না) কতটুকু?

উত্তরঃ কমের পক্ষে মহরের পরিমাণ দশ দেরহাম। রূপার হিসেবে পৌণে তিন তোলা (২.৭৫) পরিমাণ রূপার সমপরিমাণ। বেশীর কোন সীমা নেই। তবে মহর স্বামীর সামর্থ অনুযায়ী হতে হবে। খুব বেশী মহর ধার্য করা ভাল নয়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী, আহসানুল ফাতাওয়া, আযীযুল … Continue reading

Posted in বিবাহ, মহর, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ মহরের সর্বনি¤œ পরিমান (যার কম মহর ধার্য্য করা যায় না) কতটুকু?

প্রশ্নঃ মহরে ফাতিমী কী? তা সুন্নাত কি না? এবং এর পরিমান কতটুকু?

উত্তরঃ হুযুর (সাঃ) নিজ কন্যা হযরত ফাতিমা (রাঃ) যিনি সমস্ত জান্নাতী মহিলাদের সর্দার, তাঁর বিবাহের সময় যে মহর নির্ধারিত করেছিলেন, তাকেই মহরে ফাতেমী বলে। আর মহরে ফাতেমী শুধুমাত্র সামর্থ্যবান স্বামীর জন্য সুন্নাত। সকলের জন্য নয়। কেউ এরও সামর্থ্যবান না হলে … Continue reading

Posted in বিবাহ, মহর, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ মহরে ফাতিমী কী? তা সুন্নাত কি না? এবং এর পরিমান কতটুকু?

প্রশ্নঃ বাসর ঘর করার পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে স্ত্রী ধার্যকৃত মহরের কত পাবে?

উত্তরঃ বিবাহের সময় মহর ধার্য হলে এবং বাসর ঘর অতিবাহিত হলে ধার্যকৃত পূর্ণ মহর দেয়া ওয়াজিব হয়ে যায়। আর বাসর ঘর হওয়ার পূর্বে তালাক হলে ধার্যকৃত মহরের অর্ধেক দেয়া ওয়াজিব হয়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in বিবাহ, মহর, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ বাসর ঘর করার পূর্বে বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে স্ত্রী ধার্যকৃত মহরের কত পাবে?