ইকামাতের সুন্নাতসমূহ

পাক-পবিত্র অবস্থায় ইকামাত দেয়া।
† কিবলামুখী হয়ে ইকামাত দেয়া।
† প্রথম চার তাকবীর একত্রে এক শ্বাসে বলে থামা এবং প্রত্যেক তাকবীরের শেষে সাকিন করা।
† অতঃপর মাঝের বাক্যগুলির মধ্য হতে দুই বাক্য একত্রে এক শ্বাসে বলে থামা এবং প্রত্যেক বাক্যের শেষে সাকিন করা।
† সর্বশেষে দুই তাকবীরের সাথে ‘লা-ইলা-হা ইল্লাল্লাহু মিলিয়ে একত্রে এক শ্বাসে বলা এবং উভয় তাকবীরের শেষে সাকিন করা।
† ইকামাতেও আযানের ন্যায় ডান দিকে চেহারা ফিরিয়ে ‘হাইয়্যা আলাছ ছালাহ’ বলা। এরপর বাঁ দিকে চেহারা ফিরিয়ে “হাইয়্যা আলাল ফালাহ” বলা। সীনা বা পা ঘুরবে না।
† আযানের জবাবের মত মুসল্লীদেরও ইকামাতের জবাব দেয়া। তবে ‘ক্বাদক্বামাতিস ছালাহ’ -এর জবাবে “أَقَامَهَا اللهُ وأَدَامَهَا” বলা। (আকামাহাল্লাহু ওয়া আদামাহা) বলা।
(সূত্র: নবীজীর (সাঃ) সুন্নাত)

This entry was posted in ইকামাত. Bookmark the permalink.
//