Category Archives: মোযার উপর মাসাহ

কোন ধরণের মোজার উপর মাসেহ করা জায়েয ?

চামড়া, পশম, কাতান, প্রভৃতির পায়ের এমন মোটা মোজা, যা অন্ততঃ পায়ের টাখনু গিরা ঢাকা হবে এবং বাধা ছাড়াই পায়ের উপর খাড়া থাকতে পারে এবং এমন হবে, যা পায়ে দিয়ে অন্ততঃ তিন মাইল হাাঁটা যাবে তাতে ফাটবে না এবং যা ভেদ … Continue reading

Posted in মোযার উপর মাসাহ | Comments Off on কোন ধরণের মোজার উপর মাসেহ করা জায়েয ?

মোজার উপর মাসেহ করার সময়সীমা কত দিন ?

শরয়ী সফরের অবস্থায় তিন দিন তিন রাত পর্যন্ত এবং এরূপ সফর না হলে এক দিন এক রাত পর্যন্ত মাসেহ করা যায়। যে উযূ করে মোজা পরিধান করা হবে সে উযূ ভঙ্গ হওয়ার সময় থেকে এই তিন দিন তিন রাত ও … Continue reading

Posted in মোযার উপর মাসাহ | Comments Off on মোজার উপর মাসেহ করার সময়সীমা কত দিন ?

মোজার উপর মাসেহ করার নিয়ম কি ?

মোজার উপর মাসেহ করার পদ্ধতি হল, ভিজা হাতের আঙ্গুলসমূহ মোজার সামনের দিকে টেনে নিয়ে একবার মাসাহ করে নিবে। ডান পায়ে ডান হাত দ্বারা এবং বাম পায়ে বাম হাত দ্বারা মাসেহ করবে। (সূত্রঃ ফাতাওয়া তাতারখানিয়া)

Posted in মোযার উপর মাসাহ | Comments Off on মোজার উপর মাসেহ করার নিয়ম কি ?

আমাদের দেশে প্রচলিত মোজার উপর মাসেহ করা যাবে কি না ?

আমদের দেশের কাপড়ের তৈরী মোজার উপর মাসাহ করা জায়িয হবে না। (সূত্রঃ ফাতাওয়ায়ে দারুল উলূম)

Posted in মোযার উপর মাসাহ | Comments Off on আমাদের দেশে প্রচলিত মোজার উপর মাসেহ করা যাবে কি না ?

উযূ থাকা অবস্থায় যদি উভয় বা একটি মোজা খুলে যায় তাহলে আবার উযূ করতে হবে কি না ?

উযূ থাকাবস্থায় উভয় বা একটি পায়ের মোজা খুলে গেলে উযূ ভাঙ্গবে না; তবে এতে মাসেহ ভেঙ্গে যাবে। এরূপ অবস্থায় শুধু পা ধুয়ে আবার মোজা পরিধান করে নিলেই চলবে। পুরো উযূ দোহরানোর প্রয়োজন হবে না। (সূত্রঃ আল বাহরুর রায়েক)

Posted in উযু, মোযার উপর মাসাহ | Comments Off on উযূ থাকা অবস্থায় যদি উভয় বা একটি মোজা খুলে যায় তাহলে আবার উযূ করতে হবে কি না ?