Category Archives: ইহরাম

ইহরাম কাকে বলে?

হজ্জ বা উমরার নিয়তে ইহরামের কাপড় পড়ে তালবিয়া পড়াই হল ইহরাম। শুধু ইহরামের কাপড় পরার দ্বারা ইহরাম সম্পন্ন হয়ে যায় না। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in ইহরাম, হজ্জ | Comments Off on ইহরাম কাকে বলে?

ইহরাম অবস্থায় কি করা উত্তম?

ইহরাম অবস্থায় অধিক পরিমাণে তালবিয়া পড়তে থাকা উত্তম। বিশেষতঃ গাড়ীতে উঠতে, গাড়ী থেকে নামতে, কোন উঁচু স্থানে উঠতে, নীচু স্থানে নামতে, প্রত্যেক নামাযের পর ইত্যাদি মুহূর্তে তালবিয়া পড়া মুস্তাহাব। তালবিয়া পুরুষগণ জোর আওয়াজেপড়বেন, তবে এত জোরে নয় যেন নিজের বা … Continue reading

Posted in ইহরাম, হজ্জ | Comments Off on ইহরাম অবস্থায় কি করা উত্তম?

ইহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরা যাবে কি না?

পুরুষের জন্য সেলাই যুক্ত পোশাক নিষিদ্ধ। যেমন- জামা, পায়জামা, টুপি, গেঞ্জি, মোজা, সোয়েটার, ইত্যাদি। মহিলাদের জন্য হাত মোজা, পা মোজা, অলংকার পরিধান করা জায়েয, তবে না করা উত্তম। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ইহরাম, হজ্জ | Comments Off on ইহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরা যাবে কি না?

ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ যাবে কি না?

সর্ব প্রকার সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। সুগন্ধি যুক্ত সাবান ব্যবহার করাও নিষিদ্ধ। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in ইহরাম, হজ্জ | Comments Off on ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ যাবে কি না?