Category Archives: তালাকের প্রকার

প্রশ্নঃ এ তিন প্রকার তালাক চেনার উপার কি?

উত্তরঃ পরিস্কার ভাষায় তালাক দিলে তা তালাকে রাজঈ হবে। যেমনঃ স্ত্রীকে বলল, আমি তোমাকে তালাক দিলাম বা আমার স্ত্রীকে তালাক দিলাম। আর তালাকের সাথে যদি এমন কোন গুণবাচক শব্দ যোগ করে যাতে তালাকটি শক্ত, কঠোর বা বেশি বুঝায় তাহলে তালাকে … Continue reading

Posted in তালাক, তালাকের প্রকার, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ এ তিন প্রকার তালাক চেনার উপার কি?

প্রশ্নঃ তৃতীয় প্রকার তালাক তথা- তালাকে রাজঈ কাকে বলে?

উত্তরঃ তালাকে রাজঈ বলে, স্ত্রীকে এমন শব্দে তালাক দেয়া, যার দ্বারা বিয়ে ভেঙ্গে যায় না। এ ধরণের তালাকের পর বিয়ে করার দরকার নাই। বিয়ে ছাড়াও ঘর করতে পারে। কিন্তু স্বামী যদি এধরনের তালাক দেয়ার পর তালাকের উপরই অটল থাকে, এবং … Continue reading

Posted in তালাক, তালাকের প্রকার, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ তৃতীয় প্রকার তালাক তথা- তালাকে রাজঈ কাকে বলে?

প্রশ্নঃ দ্বিতীয় প্রকার তালাক তথা- তালাকে মুগাল্লাযাহ কাকে বলে?

উত্তরঃ তালাকে মুগাল্লাযাহ বলে, স্ত্রীকে এমন শব্দে তালাক দেয়া, যার দ্বারা বিয়ে সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় এবং যদি দ্বিতীয় বার বিয়ে করেও রাখতে চায় তবুও পারে না; বরং এই মহিলাকে অন্য কোথাও বিয়ে দিতে হয়। সেখানে তালাক প্রাপ্তা হলে ইদ্দত … Continue reading

Posted in তালাক, তালাকের প্রকার, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ দ্বিতীয় প্রকার তালাক তথা- তালাকে মুগাল্লাযাহ কাকে বলে?

প্রশ্নঃ প্রথম প্রকার তালাক তথা- তালাকে বাইন কাকে বলে?

উত্তরঃ তালাকে বায়িন বলে, স্ত্রীকে এমন শব্দে তালাক দেয়া, যার দ্বারা বিয়ে শেষ হয়ে যায় এবং নতুন করে বিয়ে করা ছাড়া আর এই স্বামীর ঘর করা তার জন্য জায়েয নয়। স্বামী নিজে তাকে রাখতে চাইলেও দ্বিতীয় বার বিয়ে করেইি রাখতে … Continue reading

Posted in তালাক, তালাকের প্রকার, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ প্রথম প্রকার তালাক তথা- তালাকে বাইন কাকে বলে?

প্রশ্নঃ তালাক কত প্রকার ও কি কি?

উত্তরঃ তালাক তিন প্রকার। এক. বাইন তালাক। দুই. তালাকে মুগাল্লাযাহ। তিন. তালাকে রাজঈ। (দেখুনঃ হিদায়া)

Posted in তালাক, তালাকের প্রকার, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ তালাক কত প্রকার ও কি কি?