প্রশ্নঃ বিক্রেতার অধিকার কি কি?

উত্তরঃ বিক্রেতার অধিকার হল, ত্রুটিপূর্ণ বা অচল মুদ্রা না দেয়া। দ্রব্য পাওয়ার পর নগদে ক্রয় হয়ে থাকলে সাথে সাথে বা বাকীতে ক্রয় করে থাকলে বির্ধারিত সময়ে মূল্য পরিশোধ করা। কোনরূপ টাল-বাহান বা গড়িমসি না করা। বাকীতে ক্রয় করলে মূল্য পরিশোধের সময় নির্ধারিত করা জরুরী। দ্রব্যের মূল্য নির্ধারণ করা নিয়ে বা দ্রব্যের অন্য কোন বিষয় নিয়ে বিক্রেতার সঙ্গে অহেতুক কথা বাড়াবাড়ি না করা। ঠেকা ও অনন্যোপায় অবস্থায় পেয়ে কোন ব্যবসায়ী/বিক্রেতাকে তার দ্রব্যের মূল্য বাজার দরের চেয়ে কম না দেয়া। নৈতিক ভবেও এটা অন্যায়। মূল্য নির্ধারণ হওয়ার পর তার চেয়ে কম না দেয়া। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in বিবিধ অধিকার, মানবাধিকার, সামাজিক. Bookmark the permalink.
//