Category Archives: বিবাহ

বিবাহের দোয়া

ি বিবাহ হওয়ার পর এই দোয়া পড়িবে বা বিবাহিত ব্যক্তিকে এই দোয়া দিবে- بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ اللهُ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ. উচ্চারণ: বা’রাকাল্লাহু লাকা ওয়া বা’রাকাল্লাহু আলাইকা ওয়াজামায়া বাইনাকুমা ফী খায়রিন। অর্থ: আল্লাহ পাক তোমাকে বরকতপূর্ণ করুন … Continue reading

Posted in গুরুত্বপূর্ণ দোয়া, বিবাহ | Comments Off on বিবাহের দোয়া

প্রশ্নঃ কোথাও সফরে/ভ্রমনে গেলে স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে হবে কি না?

উত্তরঃ সফরে যাওয়ার সময় সমতা আবশ্যক নয়। যাকে খুশি সঙ্গে নিতে পারে। তবে উত্তম হলোঃ লটারীর মাধ্যমে নাম ধার্য করে নেয়া। লাটারীতে যার নাম উঠবে তাকে নিয়ে যাবে। তাহলে কেউ আর অসন্তুষ্ট হবে না। (দেখুনঃ  হিদায়া)

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ কোথাও সফরে/ভ্রমনে গেলে স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করতে হবে কি না?

প্রশ্নঃ অন্তরের ভালোবাসা কারো প্রতি বেশি, কারো প্রতি কম হয়। এতে কোন সমৎসা আছে কি না?

উত্তরঃ এক স্ত্রীকে একটু বেশি ভালবাসে আর দ্বিতীয়জনকে ভালবাসে একটু কম। এতে কোন পাপ নেই। কারণ, অন্তরের উপর কারও নিয়ন্ত্রণ নেই। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ অন্তরের ভালোবাসা কারো প্রতি বেশি, কারো প্রতি কম হয়। এতে কোন সমৎসা আছে কি না?

প্রশ্নঃ স্বামী সুস্থ হোক বা অসুস্থ হোক সর্বাবস্থায়ই সমতা জরুরী কি না?

উত্তরঃ স্বামী সুস্থ হোক বা অসুস্থ হোক সর্বাবস্থায়ই সমতা রক্ষা করা জরুরী। (দেখুনঃ শরহুত তানবীর)

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ স্বামী সুস্থ হোক বা অসুস্থ হোক সর্বাবস্থায়ই সমতা জরুরী কি না?

প্রশ্নঃ সহবাসের বেলায়ও সমতা বজায় রাখা জরুরী কিনা?

উত্তরঃ সহবাসের বেলায়ও সমতা বজায় রাখা জরুরী নয়। একজনের সাথে সহবাস করলে দ্বিতীয় জনের সাথেও সহবাস করতে হবে, এমনটি জরুরী নয়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ সহবাসের বেলায়ও সমতা বজায় রাখা জরুরী কিনা?

প্রশ্নঃ কয়েকজন স্ত্রী থাকলে তাদের মাঝে সমতা রক্ষা করার বিধান কি?

উত্তরঃ কয়েকজন স্ত্রী থাকলে তাদের মধ্যে সমতা রক্ষা করা একান্ত জরুরী। তাদের সকলেই সমান অধিকারের দাবি করতে পারে। উভয়েই কুমারী হোক বা না হোক। চাই একজন কুমারী অন্যজন পূর্ব বিবাহিতাই হোক না কেন। সকলে এখন সমান। একজনের কাছে এক রাত … Continue reading

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ কয়েকজন স্ত্রী থাকলে তাদের মাঝে সমতা রক্ষা করার বিধান কি?

প্রশ্নঃ দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নিতে হবে কি না?

উত্তরঃ একাধিক স্ত্রীর অধিকার যথাযথভাবে আদায় করার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নেয়া লাগবে না। তা একমাত্র স্বামীর ইচ্ছাধীন বিষয়। অন্যকারো অনুমতির উপর তা নির্ভরশীল নয়। (দেখুনঃ তাফসীরে মায়ারিফুল কুরআন)

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি নিতে হবে কি না?

প্রশ্নঃ একাধিক বিবাহ করাকে দোষনীয় মনে করলে গুনাহ হবে কি না?

উত্তরঃ বলাবাহুল্য যে, শরীয়তের দৃষ্টিতে দ্বিতীয় বিবাহ জায়েয এবং মুস্তাহাব। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম (রাযি..) থেকে তা প্রমাণিত। সামাজিকভাবে প্রচলন নেই এই অজুহাতে তাকে দোষনীয় মনে করা অত্যন্ত মূর্খতা এবং কঠিন গুনাহের কাজ। এই কাজ ভাল এবং … Continue reading

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ একাধিক বিবাহ করাকে দোষনীয় মনে করলে গুনাহ হবে কি না?

প্রশ্নঃ একজন পুরুষের জন্য একাধিক বিবাহ করার ক্ষেত্রে শর্ত কি?

উত্তরঃ একজন পুরুষের জন্য একাধিক বিবাহ করার ক্ষেত্রে শর্ত হল, তার আর্থিক ও দৈহিক সামর্থ থাকতে হবে। এবং সকল স্ত্রীদের মাঝে থাকা, খাওয়া, পরা এবং রাত্রে স্ত্রীর নিকট স্বামীর অবস্থান প্রভৃতিতে পূর্ণভাবে সমতা বজায় রাখতে সক্ষম হতে হবে। (দেখুনঃ ফাতাওয়য়ে … Continue reading

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ একজন পুরুষের জন্য একাধিক বিবাহ করার ক্ষেত্রে শর্ত কি?

প্রশ্নঃ একজন পুরুষের জন্য মোট কতজন স্ত্রী রাখার অনুমতি রয়েছে?

উত্তরঃ শরীয়ত একজন পুরুষকে চারজন স্ত্রী একসঙ্গে রাখার অনুমতি দিয়েছে। তবে শর্ত হল, প্রত্যেক স্ত্রীর প্রাপ্য অধিকার যথাযথভাবে আদায় করার ক্ষমতা থাকতে হবে; অন্যথায় জায়েয নয়। (দেখুনঃ সূরা- নিসা, আয়াত-৩, তাফসীরে মায়ারিফুল কুরআন)

Posted in বিবাহ, লেনদেন বিষয়াদী, স্ত্রী মিলন | Comments Off on প্রশ্নঃ একজন পুরুষের জন্য মোট কতজন স্ত্রী রাখার অনুমতি রয়েছে?