Category Archives: স্পষ্ট শব্দে তালাক

প্রশ্নঃ তালাক দেয়ার সাথে সাথে যদি “ইনশাআল্লাহ” বলে তাহলে তালাক হবে কি না?

উত্তরঃ তালাক দেয়ার সাথে সাথে “ইনশাআল্লাহ” বললে তার স্ত্রীর উপর কোন তালাক পতিত হবে না। (দেখুনঃ ফাতাওয়ায়ে আলমগীরী)

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্পষ্ট শব্দে তালাক | Comments Off on প্রশ্নঃ তালাক দেয়ার সাথে সাথে যদি “ইনশাআল্লাহ” বলে তাহলে তালাক হবে কি না?

প্রশ্নঃ সহবাসের পূর্বে স্ত্রীকে তিন তালাক প্রদান করলে তার হুকুম কি?

উত্তরঃ নির্জনবাস বা সহবাসের পূর্বে স্ত্রীকে এক সাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে। আর যদি পৃথক পৃথকভাবে যেমন- এক তালাক, দুই তালাক, তিন তালাক দেয়। তাহলে প্রথমটি দ্বারা এক তালাকে বায়েন পতিত হবে। আর বাকি দুই তালাক আকার্যকর … Continue reading

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্পষ্ট শব্দে তালাক | Comments Off on প্রশ্নঃ সহবাসের পূর্বে স্ত্রীকে তিন তালাক প্রদান করলে তার হুকুম কি?

প্রশ্নঃ স্বামী যদি স্ত্রীকে বলে যে, আমি তোমাকে এক তালাক, দুই তালাক দিলাম তাহলে কয় তালাক হবে?

উত্তরঃ স্বামীর প্রশ্নোক্ত বাক্য দ্বারা স্ত্রীর উপর দুই তালাকে রাজঈ হবে এবং তালাকের পর মহিলাটি ইদ্দত পালন করতে থাকবে। ইদ্দতের মাঝে স্বামী মুখে স্ত্রী হিসেবে বা স্বামী-স্ত্রীসূলভ কোন কাজ করলেই সে পুনরায় তার স্ত্রী হয়ে যাবে। তবে ইদ্দতের মাঝে ফিরিয়ে … Continue reading

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্পষ্ট শব্দে তালাক | ১ Comment

প্রশ্নঃ স্বামী যদি স্ত্রীকে বলে যে, আমি তোমাকে তালাক দিলাম তাহলে কয় তালাক হবে?

উত্তরঃ স্বামীর প্রশ্নোক্ত বাক্য দ্বারা স্ত্রীর উপর এক তালাকে রাজঈ হবে এবং তালাকের পর মহিলাটি ইদ্দত পালন করতে থাকবে। ইদ্দতের মাঝে স্বামী মুখে স্ত্রী হিসেবে বা স্বামী-স্ত্রীসূলভ কোন কাজ করলেই সে পুনরায় তার স্ত্রী হয়ে যাবে। তবে ইদ্দতের মাঝে ফিরিয়ে … Continue reading

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্পষ্ট শব্দে তালাক | Comments Off on প্রশ্নঃ স্বামী যদি স্ত্রীকে বলে যে, আমি তোমাকে তালাক দিলাম তাহলে কয় তালাক হবে?

প্রশ্নঃ পরিস্কার শব্দে তালাক দেয়ার পর যদি স্বামী বলে যে আমি তালাকের নিয়তে বলিনি বরং তাকে ভয় দেখানোর নিয়তে বলেছি তাহলে তালাক হবে কি না?

উত্তরঃ পরিস্কার ভাষায় তালাক দিলে মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই তালাক হয়ে যায়। এক্ষেত্রে নিয়তের কোন প্রয়োজন নেই । হাসি-তামাশা করে তালাক দিলেও তালাক হয়ে যাবে। (দেখুনঃ ফাতাওয়ায়ে আলমগীরী)

Posted in তালাক, লেনদেন বিষয়াদী, স্পষ্ট শব্দে তালাক | Comments Off on প্রশ্নঃ পরিস্কার শব্দে তালাক দেয়ার পর যদি স্বামী বলে যে আমি তালাকের নিয়তে বলিনি বরং তাকে ভয় দেখানোর নিয়তে বলেছি তাহলে তালাক হবে কি না?