Category Archives: কুরআন পাঠ

প্রশ্নঃ কুরআন তিলাওয়াতের কয়েকটি ফযিলত জানতে চাই?

উত্তরঃ কুরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা দিলের জং (গুনাহের কালিমা) মুছে যায়। কুরআনে কারীমের তিলাওয়াত করলে প্রতি হরফে অন্ততঃ ১০টি নেকী অর্জন হয়। কুরআনে কারীম তিলওয়াতের দ্বারা আল্লাহর মুহাব্বত বাড়ে ইত্যাদি। (দেখুনঃ আহকামে যিন্দেগী)  

Posted in কুরআন পাঠ | Comments Off on প্রশ্নঃ কুরআন তিলাওয়াতের কয়েকটি ফযিলত জানতে চাই?

প্রশ্নঃ কুরআনে কারীম তিলাওয়াতের শুরুতে “আউযুবিল্লাহ” ও “বিসমিল্লাহ” পড়ার হুকুম কি?

উত্তরঃ কুরআনুল কারীম তিলাওয়াতের শুরুতে “আউযুবিল্লাহি মিনাশ শাইত্বানির রাজীম” ও “বিসমিল্লাহির রহ্মানির রাহীম” বলা ওয়াজিব। তিলাওয়াতের মধ্যে কোন নতুন সূরা আসলে তার শুরতে বিস্মিল্লাহ বলবে, সূরা তাওবা ব্যতীত, তবে তওবা থেকেই তিলাওয়াত শুরু করলে তখন বিসমিল্লাহ বলবে।  যদি কোন সূরার … Continue reading

Posted in কুরআন পাঠ | Comments Off on প্রশ্নঃ কুরআনে কারীম তিলাওয়াতের শুরুতে “আউযুবিল্লাহ” ও “বিসমিল্লাহ” পড়ার হুকুম কি?

প্রশ্নঃ কুরআন তিলাওয়াতের সময় মন বসানোর পদ্ধতি কি?

উত্তরঃ কুরআন তিলাওয়াতের সময় মন বসানোর একটি পরীক্ষিত পদ্ধতি হল, সমাজে একটা নিয়ম আছে, কেউ যদি কাউকে বলে, আচ্ছা আমাকে একটু কুরআন শরীফ পড়ে শোনাও তো দেখি! তাহলে সে যতটুকু জানে সাজিয়ে-গুছিয়ে তিলাওয়াত করার চেষ্টা করবে এবং মনোযোগ দিয়ে তিলাওয়াত … Continue reading

Posted in কুরআন পাঠ | Comments Off on প্রশ্নঃ কুরআন তিলাওয়াতের সময় মন বসানোর পদ্ধতি কি?

প্রশ্নঃ কুরআন শরীফ তিলাওয়াতের কয়েকটি আদব জানতে চাই?

উত্তরঃ কুরআনে কারীম তিলাওয়াতের সময় গুরুত্ব পূর্ণ বিষয় হল, এখলাসের সাথে ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তিলাওয়াত করতে হবে। আর কয়েকটি গুরুত্ব পূর্ণ আদব হল, কুরআন তিলাওয়াতের পূর্বে মিসওয়াক করে নেয়া উত্তম। ওযূ করে নেয়া উত্তম। আর কুরআন শরীফ স্পর্শ … Continue reading

Posted in কুরআন পাঠ | Comments Off on প্রশ্নঃ কুরআন শরীফ তিলাওয়াতের কয়েকটি আদব জানতে চাই?

প্রশ্নঃ কুরআন শরীফ খতম করার পর কি করবে?

উত্তরঃ কুরআন শরীফ খতম হলে তখনই আবার শুরু থেকে কিছুটা আরম্ভ করে রাখা সুন্নাত। কুরআন খতম করার প্রাক্কালে দুয়া করা মুস্তাহাব।  (দেখুনঃ আহকামে যিন্দেগী)

Posted in কুরআন পাঠ | Comments Off on প্রশ্নঃ কুরআন শরীফ খতম করার পর কি করবে?