প্রশ্নঃ চাকর-নওকারদের অধিকার কি?

উত্তরঃ চাকর-নওকরদের অধিকার হল, নিজেরা যা খাবে চাকর-নওকারকে অনুরূপ খাওয়াবে। নিজেরা যা পরিধান করবে চাকর-নওকরকে সেরূপ পোশাক দিবে। তাদের দ্বারা সাধ্যাতীত কাজ নিবেনা। কোন কাজ তাদের কষ্ট সাধ্য হলে ঐ কাজে তাদের সহয়তা করবে। তাদের সাথে উত্তম ব্যবহার করবে। তারা রোগাক্রান্ত হলে কিংবা কোন কষ্টে পড়লে তাদেরকে সমবেদনা জানাবে। তদের দ্বীন ও শরীআত মোতাবেক চালাতে হবে। কেননা অধীনস্তকে দ্বীনের উপর চালানো কর্তব্য। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

This entry was posted in বিবিধ অধিকার, মানবাধিকার, সামাজিক. Bookmark the permalink.
//