Category Archives: খোলা তালাক

প্রশ্নঃ টাকার বিনিময়ে তালাক দিলে তা কোন তালাক হবে?

উত্তরঃ যদি স্বামী স্ত্রী টাকার বিনিময়ে তালাকের লেনদেন করে, যেমন- স্বামী বলল- আমি দশ হাজার টাকার বিনিময়ে তোমাকে খোলা করলাম বা স্ত্রী বলল, একশ টাকার বিনিময়ে আমাকে তালাক দাও পরে স্বামী বা স্ত্রী তা গ্রহণ করল। তাহলে তাতে তালাক বায়েন … Continue reading

Posted in খোলা তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ টাকার বিনিময়ে তালাক দিলে তা কোন তালাক হবে?

প্রশ্নঃ কোন বিনিময় উল্লেখ করা ছাড়া যদি শুধু খোলার কথা বলে ও তা গ্রহণ হয় তাহেল তার হুকুম কি?

উত্তরঃ স্বামী বললো, আমি তোমার থেকে খোলা করলাম। স্ত্রী বললো, আমি কবুল করলাম। টাকা পয়সা সম্পর্কে কেউই কিছু উল্লেখ করলো না, তবে স্বামী স্ত্রীর বিয়ে সম্পর্কিত দেনা পাওনা সব মাফ হয়ে যাবে। স্ত্রী যে মোহর তার কাছে পাওনা ছিল তা … Continue reading

Posted in খোলা তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কোন বিনিময় উল্লেখ করা ছাড়া যদি শুধু খোলার কথা বলে ও তা গ্রহণ হয় তাহেল তার হুকুম কি?

প্রশ্নঃ খোলা করার অন্যতম শর্ত কি?

উত্তরঃ খোলা করার অন্যতম শর্ত হল, খোলার প্রস্তাব ও গ্রহণ একই মজলিসে হতে হবে। তাই যদি স্বামী বললো- আমি তোমার সাথে খোলা করলাম স্ত্রী বললো- আমি খোলা করলাম। ব্যাস খোলা হয়ে গেল। আর যদি স্ত্রী ঐ স্থানে উত্তর না দিয়ে … Continue reading

Posted in খোলা তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ খোলা করার অন্যতম শর্ত কি?

প্রশ্নঃ স্বামী স্ত্রীর মাঝে খোলা করার এর অর্থ কি?

উত্তরঃ স্বামী স্ত্রীর মাধ্যে যদি মিল মহব্বত না হয় এবং এ অবস্থায় স্বামী তালকও না দেয়, তবে শরীয়ত স্ত্রীর জন্য খুলা তালাকের বিধান রেখেছে। স্ত্রীর মন যদি স্বীয় স্বামীর সাথে না মিলে কিংবা আচার আচরণ যদি ব্যতিক্রমী হয় তবে প্রথমেই … Continue reading

Posted in খোলা তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ স্বামী স্ত্রীর মাঝে খোলা করার এর অর্থ কি?

প্রশ্নঃ স্ত্রী স্বামীর সঙ্গে কখন খোলা করতে পারবে?

উত্তরঃ যখন উভয়ের মাঝে বনিবনা না হবে, একে অপরের প্রাপ্য অধিকার আদায়ে ব্যর্থ হবে, তখন স্ত্রীর জন্য জায়েয হবে স্বামীকে বলে কয়ে তালাক নিয়ে নেয়া। স্বামী যদি কোন কিছুর বিনিময় ছাড়া তালাক দিতে সম্মত না হয় তাহলে তাকে কিছু বিনিময় … Continue reading

Posted in খোলা তালাক, তালাক, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ স্ত্রী স্বামীর সঙ্গে কখন খোলা করতে পারবে?