Category Archives: কাযা নামায

একজন সুস্থব্যক্তি কাযা নামাযের কাফফারা দিতে পারবে কি না ?

নামায কাযা হয়ে গেলে পরবর্তিতে তা আদায়ের সক্ষম হলে অবশ্যই আদায় করে নিতে হবে। তবে যদি মৃত্যু পর্যন্তও কাযা আদায়ে সক্ষম না হয় তাহলে প্রত্যেকদিনের জন্য মোট ছয় ওয়াক্ত নামাযের কাফ্ফারা দিতে হবে। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in কাযা নামায, নামায | Comments Off on একজন সুস্থব্যক্তি কাযা নামাযের কাফফারা দিতে পারবে কি না ?

প্রতি ওয়াক্ত কাযা নামাযের কাফফারা কতটুকু ?

প্রতি ওয়াক্ত কাযা নামাযের কাফ্ফারা হল, “পৌনে দুই সের গম বা তার বর্তমান বাজার মূল্য” আদায় করে দেয়া। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in কাযা নামায, নামায | Comments Off on প্রতি ওয়াক্ত কাযা নামাযের কাফফারা কতটুকু ?

ফজরের নামায কাযা হয়ে গেলে তা বেলা উঠার পর পড়া ?

যে কোন নামায কাযা হয়ে গেলে যখনই স্মরণ হবে তখনই তা কাযা করবে। বিনা উযরে দেরী করা জায়িয নয়। তাই ফজরের নামায কাযা হয়ে গেলে বেলা উঠার পর পড়বে এবং কাযার নিয়্যাত করবে। হবে ঐ দিন দ্বি-প্রহরের পূর্বে পড়লে ফরজের … Continue reading

Posted in কাযা নামায, নামায | Comments Off on ফজরের নামায কাযা হয়ে গেলে তা বেলা উঠার পর পড়া ?

কোন কোন ওয়াক্তে কাযা আদায় করা যায় না ?

সূর্য উঠা, সূর্য ঢলা ও সূর্য ডুবার সময় কাযা নামায পড়া যায় না। এ ছাড়া যে কোন সময় কাযা সামায আদায় করা যায়। (দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী)

Posted in কাযা নামায, নামায | Comments Off on কোন কোন ওয়াক্তে কাযা আদায় করা যায় না ?

একজন লোক বালেগের পর থেকে নামায পড়েনি। এখন সে কাযা করতে চায়। অথচ সে জানে না বা প্রবল ধারণাও হচ্ছে না যে, সে কবে বালেগ হয়েছে। এখন সে এই নামাযগুলোর ব্যাপারে কি করবে ?

কত বছর বয়সে বালেগ হয়েছে তা স্মরণ না হলে নাবালেগের সময়সীমা ১৫ বছর হিসাব করবে। ১৫ বছর পর থেকে পরবর্তী সময়ের ফরয নামায কাযা করবে। (দেখুনঃ আলওয়াজীয ফী উসূলিল ফিকহ)

Posted in কাযা নামায, নামায | Comments Off on একজন লোক বালেগের পর থেকে নামায পড়েনি। এখন সে কাযা করতে চায়। অথচ সে জানে না বা প্রবল ধারণাও হচ্ছে না যে, সে কবে বালেগ হয়েছে। এখন সে এই নামাযগুলোর ব্যাপারে কি করবে ?