Category Archives: বিবাহের হুকুম

প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন মাকরুহ (অপছন্দনীয়) হয়?

উত্তরঃ কোন মুসলমান যদি বিবাহের পর স্ত্রীর হকসমূহ আদায় করতে অপরাগতার সম্ভাবনা প্রবল হয় তাহলে বিবাহ করা মাকরূহ তাহরিমী। (দেখুনঃ ফাতওয়ায়ে রাহমানিয়া)

Posted in বিবাহ, বিবাহের হুকুম, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন মাকরুহ (অপছন্দনীয়) হয়?

প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন হারাম হয়?

উত্তরঃ কোন মুসলমান যদি মোহর, আহার এবং পারিবারিক প্রয়োজনীয় ব্যয়ভার বহনে সক্ষম না হয় অথবা স্ত্রী সঙ্গমে শক্তি না রাখে, তাহলে এমন ব্যক্তির উপর বিবাহ করা হারাম। (দেখুনঃ দরসে মিশকাত)

Posted in বিবাহ, বিবাহের হুকুম, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন হারাম হয়?

প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন সুন্নাত হয়?

উত্তরঃ কোন মুসলমানের যদি কামভাবের আধিক্য না হয় বরং স্বাভাবিক অবস্থা হয় এবং সে স্ত্রী সঙ্গমসহ পারিবারিক প্রয়োজনীয় সব ধরণের ব্যয়ভার বহনে সক্ষম হয়, তাহলে এমতাবস্থায় তার জন্য বিবাহ করা সুন্নাতে মুআক্কাদাহ। (দেখুনঃ দরসে মিশকাত)

Posted in বিবাহ, বিবাহের হুকুম, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন সুন্নাত হয়?

প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন ওয়াজিব হয়?

উত্তরঃ কোন মুসলমানের যদি কামভাব বা জৈবিক চাহিদার আধিক্যতার দরুন যিনা. ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে থাকে এবং সে মোহর, আহার এবং পারিবারিক প্রয়োজনীয় ব্যয়ভার বহনে সক্ষম হয় তাহলে এমন ব্যক্তির উপর বিবাহ করা ওয়াজিব। (দেখুনঃ দরসে মিশকাত)

Posted in বিবাহ, বিবাহের হুকুম, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন ওয়াজিব হয়?

প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন ফরজ হয়?

উত্তরঃ কোন মুসলমানের যদি কামভাব বা জৈবিক চাহিদার আধিক্যতার দরুন যিনা. ব্যভিচারে লিপ্ত হওয়ার পূর্ণ আশংকা থাকে এবং সে মোহর, আহার এবং পারিবারিক প্রয়োজনীয় ব্যয়ভার বহনে সক্ষম হয় তাহলে এমন ব্যক্তির উপর বিবাহ করা ফরয। বিবাহ বর্জন করলে এমন ব্যক্তি … Continue reading

Posted in বিবাহ, বিবাহের হুকুম, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন ফরজ হয়?