Category Archives: জবাই করা

প্রশ্নঃ জবাই করার পর সাথে সাথে চামড়া খোলা যাবে কি না?

উত্তরঃ পশু জবাই করার পর তৎক্ষনাৎ চামড়া খোলা মাকরুহে তাহরীমী। বরং প্রানীর জান বের হয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর চামড়া খোলা শুরু করবে। (দেখুনঃ হেদায়া )

Posted in জবাই করা, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ জবাই করার পর সাথে সাথে চামড়া খোলা যাবে কি না?

প্রশ্নঃ জবাইয়ের সময় মাথা আলাদা হলে তা খাওয়া যাবে কি না?

উত্তরঃ জবাই করার সময় পশুর মাথা যেন একেবারে পৃথক করা না হয় সে দিকে খেয়াল রাখবে। আর মাথা পৃথক করা মাকরুহে তাহরীমী। তবে এতে পশু খাওয়া হারাম হবে না। (দেখুনঃ হেদায়া)

Posted in জবাই করা, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ জবাইয়ের সময় মাথা আলাদা হলে তা খাওয়া যাবে কি না?

প্রশ্নঃ ভোতা ছুরি দ্বারা জবাই করা যাবে কি না?

উত্তরঃ জবাই করার পূর্বে ছুরি ধার করে নিবে। ভোতা ছুরি দ্বারা জবাই করলে প্রানীর অধিক কষ্ট হবে। তাই এতে জবইকারী গুনাহগার হবে এবং একাজ মাকরুহে তাহরীমী হবে। -(দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in জবাই করা, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ভোতা ছুরি দ্বারা জবাই করা যাবে কি না?

প্রশ্নঃ নাবালেগ বাচ্চা বা মহিলা জবাই করলে তা সহীহ হবে কি না?

উত্তরঃ  নাবালেগ বাচ্চা বা মহিলা যদি জবাই করতে জানে তাহলে তার জবেহ করতে কোন ক্ষতি নেই। জবাই সহীহ হয়ে যাবে। (দেখুনঃ হেদায়া)

Posted in জবাই করা, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ নাবালেগ বাচ্চা বা মহিলা জবাই করলে তা সহীহ হবে কি না?

প্রশ্নঃ জবাই হালার হওয়ার জন্য কি পড়তে হবে?

উত্তরঃ  জবাই এর প্রারম্ভে এই দোআ পড়তে হবে, بِسْمِ اللهِ   اَللهُ اَكْبَرُ. উচ্চারণঃ “বিসমিল্লাহহি আল্লাহু আকবার”।  (দেখুনঃ হেদায়া)

Posted in জবাই করা, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ জবাই হালার হওয়ার জন্য কি পড়তে হবে?