Category Archives: সেহরি

সেহরী খাওয়ার হুকুম কি?

সেহরী খাওয়া সুন্নাত। হাদীস শরীফে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহি ওয়ালাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা সাহ্রী খাও, কেননা সাহ্রী খাওয়াতে বরকত রহিয়াছে। (দেখুনঃ ইবনে মাযা)

Posted in রোজা, সেহরি | Comments Off on সেহরী খাওয়ার হুকুম কি?

সেহরী খাওয়ার অর্থ কি?

রোযা রাখার উদ্দেশ্যে রাতের শেষাংশে কিছু খাওয়াকে সাহ্রী বলে। অর্ধরাতের পর থেকে সুবহে সাদেকের পূর্বপর্যন্ত সাহ্রী খাওয়াও বরকতপূর্ণ কাজ। সাহ্রী পেট ভরে খাওয়া জরুরী নয়। ক্ষুধা না থাকলে সাহরীর নিয়তে এক ঢোক পানি পান করলেও সুন্নাত আদায় হয়ে যাবে। (দেখুনঃ … Continue reading

Posted in রোজা, সেহরি | Comments Off on সেহরী খাওয়ার অর্থ কি?

রাতের কোন সময়ে সাহরী খাওয়া উত্তম?

সাহরী যথাসম্ভব দেরী করে খাওয়া অর্থাৎ- সুবহে সাদেকের কাছাকাছি সময়ে খাওয়া মুস্তাহাব। তবে এতো দেরী করে সাহরী খাওয়া মাকরূহ যাতে সুবহে সাদেক হয়ে যাওয়া আশংকা হয়। (দেখুনঃ ফাতওয়াযে আলমগীরী)

Posted in রোজা, সেহরি | Comments Off on রাতের কোন সময়ে সাহরী খাওয়া উত্তম?

সাহরীর সময় আছে মনে করে খেতে থাকল, পরে জানা গেল সময় ছিলনা তাহলে রোযা হবে কি না, না হলে পুরো দিন কি করবে?

সাহরীর সময় আছে মনে করে পানাহার করল অথচ পরে জানা গেল যে, তখন সাহরীর সময় ছিল না, তাহলে রোযা হবে না;তবে সারাদিন তাকে রোযাদারের ন্যায় থাকতে হবে এবং রমযানের পর ঐ দিনের রোযা কাযা করতে হবে। (দেখুনঃ ফাতওয়াযে আলমগীরী)

Posted in রোজা, সেহরি | Comments Off on সাহরীর সময় আছে মনে করে খেতে থাকল, পরে জানা গেল সময় ছিলনা তাহলে রোযা হবে কি না, না হলে পুরো দিন কি করবে?