Category Archives: নামাযের ফরজ

নামাযের ভিতরে মোট ফরজ কয়টি ?

নামযের ভিতরে মোট ৬টি ফরজ রয়েছে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in নামায, নামাযের ফরজ | Comments Off on নামাযের ভিতরে মোট ফরজ কয়টি ?

নামাযের কোন একটি ফরয ছেড়ে দিলে বা ভুলে ছুটে গেলে নামায সহীহ হবে কি না ?

না, নামাযের কোন একটি ফরজ ছেড়ে দিলে বা ভুলে ছুটে গেলে নামায সহীহ হবে না। ঐ নামায পুনরায় পড়তে হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in নামায, নামাযের ফরজ | Comments Off on নামাযের কোন একটি ফরয ছেড়ে দিলে বা ভুলে ছুটে গেলে নামায সহীহ হবে কি না ?

নামযের ভিতরের ফরযগুলো কি কি ?

১. তাকবীরে তাহরীমা বলা ২. দাঁড়িয়ে নামায পড়া ৩. ক্বেরাত পড়া ৪. রুকু করা ৫. দুই সিজদা করা ৬. শেষ বৈঠক করা। (দেখুনঃ ফাতওয়ায়ে হিন্দিয়া)

Posted in নামায, নামাযের ফরজ | Comments Off on নামযের ভিতরের ফরযগুলো কি কি ?

নামাযের বাহিরে মোট ফরজ কয়টি ও কি কি ?

নামাযের বাহিরে মোট সাতটি ফরজ। ১. শরীর পাক হওয়া ২. কাপড় পাক হওয়া ৩. নামাযের জায়গা পাক হওয়া ৪. ক্বিবলামুখী হয়ে নামায শুরু করা ৫. সতর ঢেকে নেয়া ৬. ওয়াক্ত অনুযায়ী নামায পড়া ৭. নামাযের নিয়ত করা। (দেখুনঃ শরহুল বেকায়া)

Posted in নামায, নামাযের ফরজ | Comments Off on নামাযের বাহিরে মোট ফরজ কয়টি ও কি কি ?