Category Archives: পোশাক-পরিচ্ছদ

প্রশ্নঃ নতুন কাপড় পরিবর্তন করলে পুরাতন কাপড় কি করবে?

উত্তরঃ নতুন কাপড় পরিবর্তন করলে পুরাতন কাপড় গরীব-মিসকীনকে দিয়ে দেয়া উত্তম। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, সামাজিক | Comments Off on প্রশ্নঃ নতুন কাপড় পরিবর্তন করলে পুরাতন কাপড় কি করবে?

প্রশ্নঃ যারা দামী পোশাক ও অলংকার পরে তাদের সাথে অবস্থান করা কেমন?

উত্তরঃ যেসব ধনী লোকের মেয়ে, ছেলে ও স্ত্রীরা খুব দামি পোশাক ও অলংকার পরে তাদের কাছে বেশিক্ষণ অবস্থান করবে না। এতে করে অনর্থক দুনিয়ার লালসা বৃদ্ধি পাবে। (দেখুনঃ বেহেশতী জিওর)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, সামাজিক | Comments Off on প্রশ্নঃ যারা দামী পোশাক ও অলংকার পরে তাদের সাথে অবস্থান করা কেমন?

প্রশ্নঃ টাখনুর নীচে ঝুলিয়ে কাপড় পরা যাবে কি না?

উত্তরঃ পুরুষের জন্য লুঙ্গি, পায়জামা, জামা, জুব্বা, আবা ইত্যদি অহংকার বশতঃ টাখনু গিরার নীচে ঝুলিয়ে পরা কবীরা গুনাহ। অহংকার বশতঃ না হলেও এরূপ পরা যাবে না। কারণ এতে অহংকার বশতঃ যারা করে তাদের সাথে সাদৃশ্য হয়ে যায়। মহিলারা পুরো পা … Continue reading

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, সামাজিক | Comments Off on প্রশ্নঃ টাখনুর নীচে ঝুলিয়ে কাপড় পরা যাবে কি না?

প্রশ্নঃ পোশাক পরিধানের সময় কোন দিক থেকে পরা সুন্নাত?

উত্তরঃ জামা, কাপড়, পায়জামা, মোজা, জুতা, স্যান্ডেল ইত্যাদি পরিধান করতে প্রথমে ডান পা পরে বাম পা ঢুকানো সুন্নাত এবং খোলার সময় এর বিপরীত বাম দিক থেকে খোলা সুন্নাত। (দেখুনঃ ফাতহুল কাদীর)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পোশাক পরিধানের সময় কোন দিক থেকে পরা সুন্নাত?

প্রশ্নঃ পোশাক পরিধানের সময় কি নিয়ত করবে?

উত্তরঃ সতর ঢাকা, শারীরিক দোষ-ত্রুটি ঢাকা ও সৌন্দর্য লাভের নিয়তে পোশাক পরিধান করবে। অহংকার বা গর্বের উদ্দেশ্যে পোশাক পরা হারাম। (দেখুনঃ মিরকাত)

Posted in আদব, শিষ্টাচার ও সংস্কৃতি, পোশাক-পরিচ্ছদ, সামাজিক | Comments Off on প্রশ্নঃ পোশাক পরিধানের সময় কি নিয়ত করবে?