Category Archives: পরিবার নীতি

প্রশ্নঃ ঘরে প্রাণীর ফটো বা মূর্তি রাখা যাবে কি না?

উত্তরঃ প্রানীর ফটো বা মূর্তি রাখা হারাম। কোন মানুষের ফটো (যদিও সে বুযুর্গ বা গুরুজন হোক) রাখার একই হুকুম। যে ঘরে ফটো ব মূর্তি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। (দেখুনঃ মিশকাত)

Posted in ঘর পরিস্কার ও সাজানো, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ঘরে প্রাণীর ফটো বা মূর্তি রাখা যাবে কি না?

প্রশ্নঃ টিকটিকি ও গিরগিটি মারা কেউ কেউ ছাওয়াবের কাজ বলে তা ঠিক কি না?

উত্তরঃ টিকটিকি ও গিরগিটি মারা ছাওয়াবের ছওয়াবের কাজ। (দেখুনঃ ফাতওয়ায়ে মাহমুদিয়া)

Posted in ঘর পরিস্কার ও সাজানো, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ টিকটিকি ও গিরগিটি মারা কেউ কেউ ছাওয়াবের কাজ বলে তা ঠিক কি না?

প্রশ্নঃ কোন প্রাণী আগুন দ্বারা পুড়িয়ে মারা যাবে কি না?

উত্তরঃ পিঁপড়া, ছারপোকা ইত্যাদি কোন প্রাণী আগুন দ্বারা পুড়িয়ে মারা নিষেধ। একান্ত ঠেকা অবস্থায় গরম পানি দিয়ে ছারপোকা তাড়ানো যায়। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in ঘর পরিস্কার ও সাজানো, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ কোন প্রাণী আগুন দ্বারা পুড়িয়ে মারা যাবে কি না?

প্রশ্নঃ মাকড়সা মারা যাবে কি না?

উত্তরঃ বিনা প্রয়োজনে মাকড়সা মারা অনুচিত, তবে তার জাল ভেঙ্গে ঘর পরিষ্কার করা যাবে। (দেখুনঃ ফাতাওয়ায়ে রাহীমিয়া)

Posted in ঘর পরিস্কার ও সাজানো, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ মাকড়সা মারা যাবে কি না?

প্রশ্নঃ ঘর ও ঘরের আশপাশ পরিষ্কার রাখার হুকুম কি?

উত্তরঃ ঘর এবং ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুন্নাত। (দেখুনঃ তিরমিযি)

Posted in ঘর পরিস্কার ও সাজানো, পরিবার নীতি, সামাজিক | Comments Off on প্রশ্নঃ ঘর ও ঘরের আশপাশ পরিষ্কার রাখার হুকুম কি?

প্রশ্নঃ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা চিতা বাঘ যদি শিকারকৃত পশু থেকে খেয়ে নেয় তাহলে ঐ পশু খাওয়া হালাল হবে কি না?

উত্তরঃ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা চিতা বাঘ যদি শিকারকৃত পশুর কোন অংশ থেকে খেয়ে নেয় তাহলে ঐ শিকারকৃত জন্তু খাওয়া যাবে না।  (দেখুনঃ হেদায়া)

Posted in পরিবার নীতি, শিকার করা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা চিতা বাঘ যদি শিকারকৃত পশু থেকে খেয়ে নেয় তাহলে ঐ পশু খাওয়া হালাল হবে কি না?

প্রশ্নঃ প্রশিক্ষণপ্রাপ্ত পশু-পাখি দ্বারা শিকারকৃত প্রাণী কখন খাওয়া বৈধ হবে?

উত্তরঃ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বা বাজ পাখি পাঠানোর সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তারপর যখন তা কোন পশুকে শিকার করে ও জখম করে আর সে জখমে পশুটি মারা যায়, তবে ঐ পশুটি খাওয়া হালাল হবে। (দেখুনঃ হেদায়া)

Posted in পরিবার নীতি, শিকার করা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ প্রশিক্ষণপ্রাপ্ত পশু-পাখি দ্বারা শিকারকৃত প্রাণী কখন খাওয়া বৈধ হবে?

প্রশ্নঃ আর বাজ ইত্যাদি পাখি শিকারী হওয়া কিভাবে বুঝা যাবে?

উত্তরঃ বাজ ইত্যাদি পাখি প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে তা বুঝা যাবে, ছাড়ার পর তা ফিরে আসা এবং ডাকলে সে ডাকে সাড়া দেয়া। এক্ষেত্রে বুঝা যাবে সে মালিকের অনুগত হয়ে গেছে। (দেখুনঃ হেদায়া)

Posted in পরিবার নীতি, শিকার করা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ আর বাজ ইত্যাদি পাখি শিকারী হওয়া কিভাবে বুঝা যাবে?

প্রশ্নঃ একটি কুকুর শিকারী হয়েছে তা কিভাবে বুঝা যাবে?

উত্তরঃ কুকুরের প্রশিক্ষণ হল, তিনবার শিকারকৃত পশুকে না খেয়ে মালিকের জন্য ছেড়ে দেয়া। এতেই বুঝা যাবে যে কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গেছে। (দেখুনঃ হেদায়া)

Posted in পরিবার নীতি, শিকার করা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ একটি কুকুর শিকারী হয়েছে তা কিভাবে বুঝা যাবে?

প্রশ্নঃ কি কি পশু দ্বারা শিকার করা জায়েয?

উত্তরঃ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, চিতা বাঘ, বাজপাখি এবং অন্যান্য প্রশিক্ষণ প্রাপ্ত পশুর দ্বারা শিকার করা জায়েয। (দেখুনঃ হেদায়া)

Posted in পরিবার নীতি, শিকার করা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ কি কি পশু দ্বারা শিকার করা জায়েয?