Category Archives: লোক নিয়োগের নীতিমালা

প্রশ্নঃ আপনজন বা আত্মীয়কে নিয়োগ দেয়া যাবে কি না?

উত্তরঃ যোগ্যতা ও শর্তাবলী পূরণ হওয়ার ভিত্তিতে কোন আপনজন বা আত্মীয়কে নিয়োগ প্রদান করা স্বজনপ্রীতি ও অন্যায় নয়। যোগ্যতা ও শর্তাবলীর দিকটাকে উপেক্ষা করে নিছক আত্মীয়তার বা আপনজন হওয়ার ভিত্তিতে নিয়োগ দেয়া অন্যায়। (দেখুনঃ মায়ারিফুল কুরআন, আল- আহকামুস্সুলতানিয়া)

Posted in রাজনীতি/ রাষ্টনীতি, লোক নিয়োগের নীতিমালা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ আপনজন বা আত্মীয়কে নিয়োগ দেয়া যাবে কি না?

প্রশ্নঃ শ্রমের সময়, পারিশ্রমিক ও বেতনের বিষয়টি আলোচনা হওয়া জরুরী কি না?

উত্তরঃ শ্রমের সময়, পারিশ্রমিক ও বেতন-ভাতা ইত্যাদি নির্ধারিত হওয়া আবশ্যক। (দেখুনঃ ফাতাওয়ায়ে হিন্দিয়া)

Posted in রাজনীতি/ রাষ্টনীতি, লোক নিয়োগের নীতিমালা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ শ্রমের সময়, পারিশ্রমিক ও বেতনের বিষয়টি আলোচনা হওয়া জরুরী কি না?

প্রশ্নঃ নিয়োগে আগ্রহীর যোগ্যতা কেমন হতে হবে?

উত্তরঃ যে পদের জন্য নিয়োগ করা হবে সে পদে থাকার জন্য যে সব শর্ত ও যোগ্যতার প্রয়োজন রয়েছে তার মধ্যে সে সব শর্ত ও যোগ্যতা বিদ্যমান থাকতে হবে। যেমন, কোন কোন পদের জন্য পুরুষ হওয়া শর্ত, কোন কোন পদের জন্য … Continue reading

Posted in রাজনীতি/ রাষ্টনীতি, লোক নিয়োগের নীতিমালা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ নিয়োগে আগ্রহীর যোগ্যতা কেমন হতে হবে?

প্রশ্নঃ নিয়োগে আগ্রহীর আমানতদারী ও সততা কেমন হতে হবে?

উত্তরঃ যাকে যে পদের জন্য নিয়োগ করা হবে তার মধ্যে উক্ত পদের দায়িত্ব পালন করার মত আমানতদারী ও সততা থাকতে হবে। (দেখুনঃ মায়ারিফুল কুরআন, আল- আহকামুস্সুলতানিয়া)

Posted in রাজনীতি/ রাষ্টনীতি, লোক নিয়োগের নীতিমালা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ নিয়োগে আগ্রহীর আমানতদারী ও সততা কেমন হতে হবে?

প্রশ্নঃ নিয়োগে আগ্রহীর জ্ঞানের পরিধি কি হতে হবে?

উত্তরঃ যে পদের জন্য লোক নিয়োগ করা হবে, সে পদের দায়িত্ব পালন করার মত প্রয়োজনীয় জ্ঞান ও বিদ্যা তার মধ্যে থাকতে হবে। (দেখুনঃ মায়ারিফুল কুরআন, আল- আহকামুস্সুলতানিয়া)

Posted in রাজনীতি/ রাষ্টনীতি, লোক নিয়োগের নীতিমালা, সামাজিক | Comments Off on প্রশ্নঃ নিয়োগে আগ্রহীর জ্ঞানের পরিধি কি হতে হবে?