Category Archives: কয়েকটি খেলা সম্পর্কে স্পষ্ট বর্ণনা

প্রশ্নঃ জুয়া খেলা যাবে কি না?

উত্তরঃ জুয়া বলা হয় এমন লেন-দেনকে, যেখানে কোন মালের মালিকানা এমন সব শর্ত নির্ভর হয় যাতে মালিক হওয়া না হওয়া উভয় সম্ভাবনাই সমান থাকে; যার ফলে পূর্ণলাভ বা পূর্ণ লোকসান উভয় দিকই থাকে- কেউ কেউ প্রচুর সম্পদ পেয়ে যায় এবং … Continue reading

Posted in কয়েকটি খেলা সম্পর্কে স্পষ্ট বর্ণনা | Comments Off on প্রশ্নঃ জুয়া খেলা যাবে কি না?

প্রশ্নঃ কেরাম বোর্ড, ফ্লাস ও ঘোড় দৌড় খেলা যাবে কি না?

উত্তরঃ এ সবের মধ্যে বাজি রাখা হলে হারাম, আর তা না হলে মাকরূহ তাহরীমী।   (দেখুনঃ বেহেশতী যেওর, আহকামে যিন্দেগী)

Posted in কয়েকটি খেলা সম্পর্কে স্পষ্ট বর্ণনা | Comments Off on প্রশ্নঃ কেরাম বোর্ড, ফ্লাস ও ঘোড় দৌড় খেলা যাবে কি না?

প্রশ্নঃ ফুটবল ও ক্রিকেট খেলা যাবে কি না?

উত্তরঃ এ খেলা শরীরের ব্যায়ামের উদ্দেশে খেললে জায়েয, যদি সতর খোলা না হয়, অতিরিক্ত সময় বা পয়সা নষ্ট না হয়, যদি নামায ইত্যাদি জরুরী কাজকর্ম ও ইবাদত নষ্ট না হয়। এ খেলাতেও টাকা-পয়সার হার জিত শর্ত থাকলে তা নিষিদ্ধ হয়ে … Continue reading

Posted in কয়েকটি খেলা সম্পর্কে স্পষ্ট বর্ণনা | Comments Off on প্রশ্নঃ ফুটবল ও ক্রিকেট খেলা যাবে কি না?

প্রশ্নঃ তাশ, পাশা, চৌদ্দগুটি ইত্যাদি খেলা যাবে কি না?

উত্তরঃ যদি টাকা পয়সার হার জিত শর্ত থাকে তাহলে হারাম। এরূপ শর্ত না থাকলেও তাতে কোন ধর্মগত বা স্বাস্থ্যগত উপকারিতা না থাকায় তা মাকরূহ। (দেখুনঃ বেহেশতী যেওর, আহকামে যিন্দেগী)

Posted in কয়েকটি খেলা সম্পর্কে স্পষ্ট বর্ণনা | Comments Off on প্রশ্নঃ তাশ, পাশা, চৌদ্দগুটি ইত্যাদি খেলা যাবে কি না?

প্রশ্নঃ দাবা ও ছক্কা পাঞ্জা খেলা যাবে কি না?

উত্তরঃ এ জাতীয় খেলা হারাম। কেননা এসবে অনেক ক্ষেত্রেই টাকা পয়সার বাজি ধরা হয়ে থাকে, ফলে তা জুয়ার অন্তর্ভুক্ত। আর বাজি ধরা না হলেও অনর্থক বিধায় তা নিষিদ্ধ। (দেখুনঃ বেহেশতী যেওর, আহকামে যিন্দেগী)

Posted in কয়েকটি খেলা সম্পর্কে স্পষ্ট বর্ণনা | Comments Off on প্রশ্নঃ দাবা ও ছক্কা পাঞ্জা খেলা যাবে কি না?