Category Archives: তায়াম্মুম

গোসলের পর কোন অঙ্গ ধোয়া বাদ রয়ে গেলে (যেমন- কুলি করা বা নাকে পানি দেয়া) তখন কী করবে ?

গোসলের পর কোন অঙ্গ ধোয়া হয়নি বা কোথাও শুকনো রয়ে গেছে মনে হলে শুধু সেটা ধুয়ে নিলেই চলবে, পুরো গোসল দোহরানোর প্রয়োজন নেই। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in তায়াম্মুম | Comments Off on গোসলের পর কোন অঙ্গ ধোয়া বাদ রয়ে গেলে (যেমন- কুলি করা বা নাকে পানি দেয়া) তখন কী করবে ?

রোগের কারণে তায়াম্মুম করা জায়েয় আছে কি না ?

কোন ব্যক্তি যদি এমন অসুস্থ হয় যে, পানি ব্যবহার করলে তার কোন অঙ্গহানী হবে বা তার অসুখের তীব্রতা বেড়ে যাবে তাহলে তার জন্য তায়াম্মুম করা জয়েয হবে। (দেখুনঃ শরহে বেকায়া)

Posted in তায়াম্মুম | Comments Off on রোগের কারণে তায়াম্মুম করা জায়েয় আছে কি না ?

রোগের কারণে তায়াম্মুম-এ কয়টি ফরজ ও তা কি কি ?

তায়াম্মুম-এ মোট তিনটি ফরজ। ১. পবিত্রতা অর্জনের নিয়ত করা ২. দুই হাত কনুইসহ মাসেহ করা ৩. সমস্ত মুখ মাসাহ করা। (দেখুনঃ ফাতহুল কাদীর)

Posted in তায়াম্মুম | Comments Off on রোগের কারণে তায়াম্মুম-এ কয়টি ফরজ ও তা কি কি ?

কি কি বস্তু দ্বারা তায়াম্মুম করা জায়েয ?

পাক মাটি, কংকর, বালি, চুনা, মাটির তৈরী কাঁচা অথবা পাকা ইট, ধুলা-বালি, মাটি, পাথর ইটের তৈরী দেয়াল, পাকা বাসন, (তেল লেগে না থাকলে)। লাকড়ী বা কাপড়ে অথবা অন্য কোন পাক বস্তুতে ধুলাবালি লেগে থাকলে এসব বস্তু দ্বারা তায়াম্মুম করা যাবে।(দেখুনঃ … Continue reading

Posted in তায়াম্মুম | Comments Off on কি কি বস্তু দ্বারা তায়াম্মুম করা জায়েয ?

হাতে আংটি বা চুড়ি থাকলে তায়াম্মুম-এর সময় তা খুলতে হবে কি না ?

হাতে আংটি বা চুড়ি থাকলে তায়াম্মুম-এর সময় তা খুলতে হবে না। তবে সেগুলোকে তার স্থান থেকে সরিয়ে এমনভাবে হাত মাসেহ করবে যেন সব স্থানে মাসেহ করা হয়। (দেখুনঃ মারাকিল ফালাহ)

Posted in তায়াম্মুম | Comments Off on হাতে আংটি বা চুড়ি থাকলে তায়াম্মুম-এর সময় তা খুলতে হবে কি না ?

একজন ব্যক্তির হাত অবস হয়ে গেছে। সে কিভাবে তায়াম্মুম করবে ?

এমন মাযুর ব্যক্তিকে অন্য কেউ তায়াম্মুম করিয়ে দিলে তায়াম্মুম হয়ে যাবে তাবে নিয়ত এ অসুস্থ ব্যক্তিকেই করতে হবে। (দেখুনঃ ফাতওয়ায়ে রাহীমিয়া)  

Posted in তায়াম্মুম | Comments Off on একজন ব্যক্তির হাত অবস হয়ে গেছে। সে কিভাবে তায়াম্মুম করবে ?