Category Archives: কিছু দাবী করা

প্রশ্নঃ কারো দেনার স্বীকার করার পর সাথে সাথে যদি ইনশাআল্লাহ বলে তাহলে তা গ্রহণীয় হবে কি না?

উত্তরঃ যদি কোন দেনার স্বীকারোক্তি পূর্বক সাথে সাথে ইনশাআল্লাহ বলে তবে এ স্বীকারোক্তি তার উপর আবশ্যকীয় হবে না এবং তাকে কিছু আদায় করতে হবে না। (দেখুনঃ কুদূরী) ক্ষেত্রে যদি উভয়ের দাবী সত্য হয় তাহলে, বিচারক পন্যটিকে উভয়ের জন্য সমান সমান … Continue reading

Posted in কিছু দাবী করা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কারো দেনার স্বীকার করার পর সাথে সাথে যদি ইনশাআল্লাহ বলে তাহলে তা গ্রহণীয় হবে কি না?

প্রশ্নঃ কারো হাতে থাকা একটি পন্য সম্পর্কে যদি দু’জন ব্যক্তি দাবী করে ও উভয়ে প্রমান পেশ করে তাহলে বিচারক কি করবেন?

উত্তরঃ এ ক্ষেত্রে যদি উভয়ের দাবী সত্য হয় তাহলে, বিচারক পন্যটিকে উভয়ের জন্য সমান সমান ভাগে ফয়সালা করে দিবেন। (দেখুনঃ হেদায়া)

Posted in কিছু দাবী করা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কারো হাতে থাকা একটি পন্য সম্পর্কে যদি দু’জন ব্যক্তি দাবী করে ও উভয়ে প্রমান পেশ করে তাহলে বিচারক কি করবেন?

প্রশ্নঃ কেউ যদি বলে অমুক আমার কাছে অর্থ পাবে তাহলে কত টাকা দিতে হবে?

উত্তরঃ যদি স্বীকারকারী বলে আমার দায়িত্বে অমুকের অর্থ রয়েছে, তবে এ অর্থ এর ব্যাখ্যা স্বীকারকারীর নিকট শুনতে হবে এবং সে কমবেশি যাই বলুক মেনে নেয়া হবে। (দেখুনঃ হেদায়া

Posted in কিছু দাবী করা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কেউ যদি বলে অমুক আমার কাছে অর্থ পাবে তাহলে কত টাকা দিতে হবে?

প্রশ্নঃ যদি কেউ অস্পষ্টভাবে কিছু স্বীকার করে তাহলে তা কিভাবে গ্রহণ হবে?

উত্তরঃ অস্পষ্ট বিষয়ের কিছু স্বীকার করলে তাকে বলা হবে, তুমি বিষয়টি আরো খুলে বল এবং স্পষ্ট কর। যদি সে খুলে বলে তাহলে তাই হবে। আর যদি না বলে তাহলে হাকিম তাকে খুলে বলার জণ্য বাধ্য করবে। (দেখুনঃ কুদুরী)

Posted in কিছু দাবী করা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ যদি কেউ অস্পষ্টভাবে কিছু স্বীকার করে তাহলে তা কিভাবে গ্রহণ হবে?

প্রশ্নঃ কি ধরণের ব্যক্তির স্বীকার গ্রহণ যোগ্য হবে?

উত্তরঃ যখন পরিনত বয়সের বোধ সম্পন্ন স্বাধীন ব্যক্তি নিজের উপর কোন কিছু স্বীকার করে নেবে তা সুস্পষ্ট বিষয়ের হোক আর অস্পষ্ট বিষয়ের, তার উপর সেটা আবশ্যকীয়রূপে বর্তাবে। (দেখুনঃ কুদুরী)

Posted in কিছু দাবী করা, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কি ধরণের ব্যক্তির স্বীকার গ্রহণ যোগ্য হবে?