Category Archives: হজ্জের সুন্নাত

হজ্জের সুন্নাত কয়টি?

হজ্জের সুন্নাত ও মুস্তাহাব দশটি।

Posted in হজ্জ, হজ্জের সুন্নাত | Comments Off on হজ্জের সুন্নাত কয়টি?

হজ্জের ১ও ২ নং সুন্নাতটি কি?

হজ্জের ১নং সুন্নাতটি হল, তওয়াফে কুদূম করা। (হজ্জে ইফরাদ বা হজ্জে কিরানের জন্য) ও ২ নং সুন্নাতটি হল, তওয়াফে কুদূমের প্রথম তিন চক্করে রমল করা। তওয়াফে কুদূমে রমল না করে থাকলে তাওয়াাফেক যিয়ারতে রমল করা।

Posted in হজ্জ, হজ্জের সুন্নাত | Comments Off on হজ্জের ১ও ২ নং সুন্নাতটি কি?

হজ্জের ৩ ও ৪ নং সুন্নাতটি কি?

হজ্জের ৩নং সুন্নাতটি হল, ৮ই যিলহজ্জ মক্কা হতে মিনায় গিয়ে যোহর , আসর , মাগরিব, ইশা ও ফজর এ পাঁচ ওয়াক্ত নামায পড়া এবং রাতে মিনায় অবস্থান করা। ও ৪নং সুন্নাতটি হল, ৯ই যিলহজ্জ সূর্যোদয়ের পর মিনা হতে আরাফার ময়দানের … Continue reading

Posted in হজ্জ, হজ্জের সুন্নাত | Comments Off on হজ্জের ৩ ও ৪ নং সুন্নাতটি কি?

হজ্জের ৫ ও ৬ নং সুন্নাতটি কি?

হজ্জের ৫নং সুন্নাতটি হল, ওকূফে আরাফার পর তথা হতে সূর্যাস্তের পর মুযদালিফার দিকে রাওনা হওয়া। ও ৬ নং সুন্নাতটি হল, ৯ই যিলহজ্জ দিবাগত রাত্রে মুযদালিফায় থাকা।

Posted in হজ্জ, হজ্জের সুন্নাত | Comments Off on হজ্জের ৫ ও ৬ নং সুন্নাতটি কি?

হজ্জের ৭ও ৮নং সুন্নাতটি কি?

হজ্জের ৭ নং সুন্নাতটি হল, ওকূফে আরাফার জন্যে সেদিন যোহরের পূর্বে গোসল করা। ৮নং সুন্নাতটি হল, ১০, ১১ ও ১২ই যিলহজ্জ দিবাগত রাত্রগুলোতে মিনায় থাকা।

Posted in হজ্জ, হজ্জের সুন্নাত | Comments Off on হজ্জের ৭ও ৮নং সুন্নাতটি কি?

হজ্জের ৯ ও ১০নং সুন্নাতটি কি?

হজ্জের ৯নং সুন্নাতটি হল, মিনা হতে বিদায় হয়ে মক্কায় ফিরার পথে মুহাস্সাব নামক স্থানে কিছু সময় অবস্থান করা। ও ১০নং সুন্নাতটি হল, ইমামের জন্যে তিন স্থানে খুতবা দেয়া। ৭ই যিলহজ্জ মক্কা শরীফে, ৯ই যিলহজ্জ আরাফায় ও ১১ই যিলহজ্জ মিনায়।

Posted in হজ্জ, হজ্জের সুন্নাত | Comments Off on হজ্জের ৯ ও ১০নং সুন্নাতটি কি?