Category Archives: মুশারাকা (অংশীদারী যৌথ কারবার)

প্রশ্নঃ অংশীদারদের কেউ ইন্তেকাল করলে চুক্তি বলবৎ থাকবে কি না?

উত্তরঃ অংশীদারদের কেউ ইন্তেকাল করলে চুক্ত এমনিতেই বাতিল হয়ে যাবে অবশ্য উত্তরাধিকারীগণ ইচ্ছা করলে চুক্তি নবায়ন করতে পারবে। (দেখুনঃ ইসলামী ফিকাহ)

Posted in অর্থনীতি, মুশারাকা (অংশীদারী যৌথ কারবার), লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ অংশীদারদের কেউ ইন্তেকাল করলে চুক্তি বলবৎ থাকবে কি না?

প্রশ্নঃ লাভ ক্ষতির অংশিদার কোন একজন শরীক নির্দিৃষ্টভাবে হলে ঐ কারবার সহীহ হবে কি না?

উত্তরঃ লাভ ক্ষতিতে সকল অংশীদারকে ভাগী ধরতে হবে, কোন অংশীদার ক্ষতির ভাগ থেকে মুক্ত থাকার শর্ত আরোপ করলে বা কোন নঅংশীদার ক্ষতির দায়িত্ব পুরোটা নিজে নিতে চাইলে এ যৌথ কারবার নাজায়েয হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

Posted in অর্থনীতি, মুশারাকা (অংশীদারী যৌথ কারবার), লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ লাভ ক্ষতির অংশিদার কোন একজন শরীক নির্দিৃষ্টভাবে হলে ঐ কারবার সহীহ হবে কি না?

প্রশ্নঃ অংশীদারী যৌথ কারবারে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সকলের অধিকার সমান কি না?

উত্তরঃ যে বিষয়ের যৌথ কারবার চলে তা ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সকলের অধিকার সমান হবে। এমনিভাবে যে কোন অংশীদারের হাতে কারবারের ক্ষতি হলে সকলকেই তার দায়িত্ব বহন করতে হবে। অবশ্য কোন অংশীদার তাকে কোন দ্রব্য ক্রয় করতে বাধা দেয়া সত্ত্বেও যদি সে … Continue reading

Posted in অর্থনীতি, মুশারাকা (অংশীদারী যৌথ কারবার), লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ অংশীদারী যৌথ কারবারে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সকলের অধিকার সমান কি না?

প্রশ্নঃ পুঁজি কম হওয়া সত্ত্বেও কাউকে তার ভিন্ন যোগ্যতার কারণে মুনাফায় বেশী দেয়া যাবে কি না?

উত্তরঃ মুনাফার সম্পর্ক কেবল পুঁজির সাথে নয় বরং শ্রম, সাধনা, কৌশলগত যোগ্যতা, বুদ্ধির প্রখরতা প্রভূতির প্রভাব  রয়েছে মুনাফার ক্ষেত্রে। তই কারও মধ্যে এসব গুণাবলী অধিক থাকার কারণে তার পুাঁজি কম হওয়া সত্ত্বেও তাকে মুনাফার হার অধিক দেয়া যেতে পারে। তবে … Continue reading

Posted in অর্থনীতি, মুশারাকা (অংশীদারী যৌথ কারবার), লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ পুঁজি কম হওয়া সত্ত্বেও কাউকে তার ভিন্ন যোগ্যতার কারণে মুনাফায় বেশী দেয়া যাবে কি না?

প্রশ্নঃ অংশীদারী যৌথ কারবারে সকলের পুঁজি ও মুনাফা সমান হওয়া জরুরী কি না?

উত্তরঃ অংশীদারী যৌথ কারবারে সকলের পুঁজি ও মুনাফা সমান হওয়া জরুরী নয় বরং কারও পুঁজি কম কারও বেশী এবং সে অনুপাতে মুনাফাও অল্প বা অধিক হতে পারে। (দেখুনঃ শরহুল মাযাল্লাহ)

Posted in অর্থনীতি, মুশারাকা (অংশীদারী যৌথ কারবার) | Comments Off on প্রশ্নঃ অংশীদারী যৌথ কারবারে সকলের পুঁজি ও মুনাফা সমান হওয়া জরুরী কি না?