Category Archives: বিবাহের প্রস্তাব

প্রশ্নঃ কোন মেয়ে কারও কাছে নিজেকে সোপর্দ করে যদি বলে যে, আমি নিজেকে স্ত্রী হিসাবে তোমার নিকট সোপর্দ করলাম তাহলে বিবাহের প্রস্তাব হবে কি না?

উত্তরঃ উক্ত মেয়ে যদি দুইজন পুরুষ অথবা একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতে এরূপ কথা বলে থাকে আর পুরুষও যদি কবুল করে নেয়, তাহলে তাদের এই বিবাহ সম্পন্ন হয়ে যাবে, অন্যথায় নয়। (দেখুনঃ রদ্দুল মুহতার, ফাতাওয়ায়ে দারুল উলূম)

Posted in বিবাহ, বিবাহের প্রস্তাব, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ কোন মেয়ে কারও কাছে নিজেকে সোপর্দ করে যদি বলে যে, আমি নিজেকে স্ত্রী হিসাবে তোমার নিকট সোপর্দ করলাম তাহলে বিবাহের প্রস্তাব হবে কি না?

প্রশ্নঃ হাসি-ঠাট্রা করে কাউকে বিয়ের প্রস্তাব দিলে আর অপরপক্ষ স্বাক্ষীদের সামনে তা গ্রহণ করে নিলে বিবাহ হবে কি না?

উত্তরঃ হাসি-ঠাট্রা করে কাউকে বিবাহরে প্রস্তাব দিলে, অতঃপর স্বাক্ষীদের সামনে সে তা গ্রহণ করে নিলে বিবাহ সম্পর্ণ হয়ে যাবে। হাদীস শরীফে আছে, তিনটি জিনিস হাসি-ঠাট্রার মধ্যেও সংগঠিত হয়ে যয়।। তার মধ্যে বিবাহও একটি। (দেখুনঃ মেশকাত শরীফ, রদ্দুল মুহতার)

Posted in বিবাহ, বিবাহের প্রস্তাব, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ হাসি-ঠাট্রা করে কাউকে বিয়ের প্রস্তাব দিলে আর অপরপক্ষ স্বাক্ষীদের সামনে তা গ্রহণ করে নিলে বিবাহ হবে কি না?

প্রশ্নঃ একজনে একটা প্রস্তাব দিলে অপর জনে নতুনকরে প্রস্তাব দিতে পারবে কি না?

উত্তরঃ একজনে প্রস্তাব দিয়ে থাকলে এবং উভয় পক্ষের সে প্রস্তাবে রেজামন্দীভাব দেখা গেলে সেটা নিস্পত্তি না হওয়া পর্যন্ত অন্য প্রস্তাব দেয়া নিষেধ। (দেখুনঃ রদ্দুল মুহতার, ফাতাওয়ায়ে দারুল উলূম)

Posted in বিবাহ, বিবাহের প্রস্তাব, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ একজনে একটা প্রস্তাব দিলে অপর জনে নতুনকরে প্রস্তাব দিতে পারবে কি না?

প্রশ্নঃ বিবাহের প্রস্তাব দেয়ার সহীহ পদ্ধতি কি?

উত্তরঃ করো বিবাহের প্রস্তাব নিয়ে গেলে প্রথমে নি¤েœাক্ত বক্যটি পড়ে নিবে- اَشْهَدُ  اَنْ لاَّ اِلهَ اِلاّ اللهُ وَحْدَه لاَ شَرِيْكَ لَه وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُه وَرَسُوْلُه. অতঃপর বলবে আমি অমুকের ব্যাপারে এই আগ্রহ নিয়ে এসেছি। (দেখুনঃ আহকামে জিন্দেগী)

Posted in বিবাহ, বিবাহের প্রস্তাব, লেনদেন বিষয়াদী | Comments Off on প্রশ্নঃ বিবাহের প্রস্তাব দেয়ার সহীহ পদ্ধতি কি?