Category Archives: uncatagorized

মুসলিম জাতির পরিচয়

প্রশ্নঃ তুমি কে? উত্তরঃ আমি মুসলমান। প্রশ্নঃ মুসলমানের ধর্মের নাম কী? উত্তরঃ ইসলাম। প্রশ্নঃ ইসলাম কী শিক্ষা দেয়? উত্তরঃ ইসলাম এই শিক্ষা দেয় যে, আল্লাহ তাআলা এক, উপাসনার উপযুক্ত তিনিই, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও … Continue reading

Posted in uncatagorized | Comments Off on মুসলিম জাতির পরিচয়

কাপড়ে প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তা পাক করার পদ্ধতিটি জানতে চাই।

উত্তর: প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তিনবার ধৌত করতে হবে। প্রত্যেক বার ধোয়ার পর কাপড় নিংড়াতে হবে। শেষবার খুব ভালো করে নিংড়াতে হবে। (সুত্র: ফাতহুল কাদীর, আল বাহরুর রায়ীক)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on কাপড়ে প্র¯্রাব জাতীয় কোন নাপাকি লাগলে তা পাক করার পদ্ধতিটি জানতে চাই।

অনেক সময় কয়েক বার ধোয়ার পরও নাপাকির দাগ বা হালকা গন্ধ থেকে যায়। জানতে চাই তা পাক হবে কি না?

উত্তর: কয়েকবার ধোয়ার পর যদি নাপাকি চলে যায়, কিন্তু দাগ বা গন্ধ যাচ্ছে না। তাহলে কাপড় পবিত্র বলেই গণ্য হবে। দাগ ও গন্ধ দূর করার জন্য সাবান ব্যবহার করা জরুরী নয়। (সূত্র: হিদায়া, বেহেশতী যেওর)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on অনেক সময় কয়েক বার ধোয়ার পরও নাপাকির দাগ বা হালকা গন্ধ থেকে যায়। জানতে চাই তা পাক হবে কি না?

মাছ, মশা, মাছি, ছারপোকার রক্ত পাক না নাপাক?

উত্তর: মাছের রক্ত পাক। মাছি, ছারপোকা ও মশার রক্তও পবিত্র। এ সব কাপড়ে লাগলে কোন সমস্যা নেই। (সূত্র: শরহে বেকায়া, বেহেশতি যেওর)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on মাছ, মশা, মাছি, ছারপোকার রক্ত পাক না নাপাক?

হালাল পাখির বিষ্টা পাক না নাপাক?

উত্তর: হাঁস, মুরগি ও পানকৌড়ি ছাড়া অন্যান্য হালাল পাখির বিষ্টা পাক। যেমন: চড়–ই, ময়না, পভৃতি। চামচিকার প্র¯্রাব-পায়খানাও পাক। (সূত্র: গুনয়াতুল মুতামাল্লী)

Posted in uncatagorized, নাপাকীর বর্ণনা | Comments Off on হালাল পাখির বিষ্টা পাক না নাপাক?